Advt. No. CSB/09/2022
The Central Silk Board invites online applications for the following posts.
Post: Assistant Director, Computer Programmer, Assistant Superintendent (Admin.), Assistant Superintendent (Tech.), Stenographer Grade-I, Library and Information Assistant, Junior Engineer (Electrical), Junior Translator (Hindi), Upper Division Clerk, Stenographer (Grade-II), Field Assistant, Cook.
Total vacancy: 142. Assistant Director: 4, Computer Programmer: 1, Assistant Superintendent (Admin.): 25, Assistant Superintendent (Tech.): 5, Stenographer Grade-I: 4, Library and Information Assistant:2, Junior Engineer (Electrical): 5, Junior Translator (Hindi): 4, Upper Division Clerk: 85, Stenographer (Grade-II): 4, Field Assistant: 1, Cook: 2.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 16th January, 2023.
…………………………..
কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল সিল্ক বোর্ড আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড টু, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, কুক, কম্পিউটার প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট (অ্যাডমিন), অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট (টেকনিক্যাল), স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিন. অ্যান্ড অ্যাকাউন্টস) পদে ১৪২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) আপার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপরাইটিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপরাইটিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৫ (জেনাঃ ৩৭, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ ইংরেজি টাইপিংয়ের জন্য ৫১টি ও হিন্দি টাইপিংয়ের জন্য ৩৪টি শূন্যপদ আছে৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(২) স্টেনোগ্রাফার গ্রেড টু, গ্রুপ সি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ট করতে হবে৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইংরেজি স্টেনোগ্রাফির জন্য ৩টি ও হিন্দি স্টেনোগ্রাফির জন্য ১টি শূন্যপদ আছে৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৩) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ অথবা সেরিকালচার বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(৪) কুক, গ্রুপ সি: কেটারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কেন্দ্রীয় / রাজ্য সরকারের বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বা রেজিস্টার্ড কোনো হোটেলে ইন্ডিয়ান / কন্টিনেন্টাল ডিশ রান্নার কাজে ৩ বছর কাজের অভিরজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৫) কম্পিউটার প্রোগ্রামার, গ্রুপ বি: দ্বিতীয় শ্রেণীর নম্বরসহ কম্পিউটার সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সায়েন্স / ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / কমার্স / ইকোনমিক্স বিষয়ে গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশের পর ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ হতে হবে৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৬) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড্যান্ট (অ্যাডমিন), গ্রুপ বি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা রেজিস্টার্ড কোম্পানিতে অ্যাকাউন্টস বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৭) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড্যান্ট (টেকনিক্যাল), গ্রুপ বি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ জুলজি / বটানি / এগ্রিকালচার / সেরিকালচার বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৮) স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান, গ্রুপ বি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৭৫ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৯০ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ট করতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা রেজিস্টার্ড কোম্পানিতে অ্যাকাউন্টস বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ ইংরেজি স্টেনোগ্রাফির জন্য ৩টি শূন্যপদ ও হিন্দি স্টেনোগ্রাফির জন্য ১টি শূন্যপদ আছে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৯) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থা বা বিশ্ববিদ্যালয় / গবেষণা বা শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১০) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), গ্রুপ বি: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১১) জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি), গ্রুপ বি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে মাস্টার ডিগ্রি পাশ এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার ডিগ্রি পাশ এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১২) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস), গ্রুপ এ: ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া / ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে কোয়ালিফায়েড চার্টার্ড / কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে অথবা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া থেকে কোয়ালিফায়েড কোম্পানি সেক্রেটারি হতে হবে অথবা এম.কম পাশ হতে হবে৷ ল বিষয়ে গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ১৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.csb.gov.in ওয়েবসাইটের Job Opportunites অপশনে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে প্রার্থীর নিজের হাতে লেখা নিম্মলিখিত বয়ানটি জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -‘I, _____ (Name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’৷ দরখাস্তের ফি গ্রুপ ও পদের বেলায় ১০০০ টাকা, গ্রুপ বি ও সি পদের বেলায় ৭৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.csb.gov.in
Get details: Click Here