Ref No: AIASL/05-03/HR/679
AI Airport Service Limited invites online applications for the following post.
Post: Handyman, Utility Agent Cum Ramp Driver
Total vacancy: 142
Eligibility: Matriculation
Age Limit: 28 years (as on 01/10/2024).
Pay Scale: Post-wise different
Application Fee: Rs. 500 (SC/ST/ESM candidates are exempted)
Last Date of Online Application: 31/10/2024
কলকাতা বিমানবন্দরে ১৪২ কর্মী
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যান্ডিম্যান (মেল) ও ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদে ১৪২ জন নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে৷ পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তেও পারে। অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ অক্টোবর, ২০২৪-এর মধ্যে।
যোগ্যতা: মাধ্যমিক / সমতুল পাশ হতে হবে।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷
শূন্যপদ: ১৪২।
বেতন: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদনের পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.aiasl.in ওয়েবসাইটে প্রদত্ত এই লিংকে ক্লিক করার মাধ্যমে- https://docs.google.com/forms/u/0/d/e/1FAIpQLSfZfm3hAJZyWWv3zgZWKyMUyXChlFn9HJjq0V2xGyMh3IfNYQ/viewform?usp=sf_link&pli=1। দরখাস্ত ফি ৫০০ টাকা এন.ই.এফ.টি-র মাধ্যমে জমা দিতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে- NAME OF THE BENEFICIARY- AI AIRPORT SERVICES LIMITED, BANK ACCOUNT NUMBER- 00600310003602, MICR CODE NO- 400240015, IFSC CODE HDFC0000060।
Official website: www.aiasl.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।