Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

142 VACANT POSTS IN AIASL

Ref No: AIASL/05-03/HR/679

AI Airport Service Limited invites online applications for the following post.

Post:  Handyman, Utility Agent Cum Ramp Driver

Total vacancy: 142

Eligibility: Matriculation

Age Limit: 28 years (as on 01/10/2024).

Pay Scale: Post-wise different

Application Fee: Rs. 500 (SC/ST/ESM candidates are exempted)

Last Date of Online Application: 31/10/2024

কলকাতা বিমানবন্দরে ১৪২ কর্মী

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যান্ডিম্যান (মেল) ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার পদে ১৪২ জন নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে৷ পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তেও পারে। অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ অক্টোবর, ২০২৪-এর মধ্যে।

যোগ্যতা: মাধ্যমিক / সমতুল পাশ হতে হবে।

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷

শূন্যপদ: ১৪২।

বেতন: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদনের পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.aiasl.in ওয়েবসাইটে প্রদত্ত এই লিংকে ক্লিক করার মাধ্যমে- https://docs.google.com/forms/u/0/d/e/1FAIpQLSfZfm3hAJZyWWv3zgZWKyMUyXChlFn9HJjq0V2xGyMh3IfNYQ/viewform?usp=sf_link&pli=1। দরখাস্ত ফি ৫০০ টাকা এন.ই.এফ.টি-র মাধ্যমে জমা দিতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে- NAME OF THE BENEFICIARY- AI AIRPORT SERVICES LIMITED, BANK ACCOUNT NUMBER- 00600310003602, MICR CODE NO- 400240015, IFSC CODE HDFC0000060।

Official websitewww.aiasl.in

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।

Share it :