Admn-I/DR/1(1)/2022
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research invites online applications for the following posts.
Post: Nursing Officer, Medical Laboratory Technologist, Junior Engineer (Civil), Junior Engineer (Electrical), Technical Assistant in NTTC, Dental Mechanic, Anesthesia Technician, Stenographer Grade II, Junior Administrative Assistant.
Total vacancy: 143. Nursing Officer: 106, Medical Laboratory Technologist: 12, Junior Engineer (Civil): 1, Junior Engineer (Electrical): 1, Technical Assistant in NTTC: 1, Dental Mechanic: 1, Anesthesia Technician: 1, Stenographer Grade II: 7, Junior Administrative Assistant: 13.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Online Application: 30th March, 2022 till 4:30 pm.
………………………………………………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চনার্সিং অফিসার, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল মেকানিক, অ্যানাস্থেশিয়া টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার গ্রেড টু, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ১৪৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ মার্চ সকাল ১১ টা থেকে ৩০ মার্চ, ২০২২ বিকেল সাড়ে ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) নার্সিং অফিসার, পোস্ট কোড-১১২০২২, গ্রুপ-বি : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশ বা নার্সিংয়ের ডিগ্রি পাশ হতে হবে৷ ইন্ডিয়ান/স্টেট নার্সিং কাউন্সিলের অধীন নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে নাম নথিভূক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০৬ (জেনা-৫২, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১১, ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৩)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, পোস্ট কোড-১২২০২২, গ্রুপ-বি : মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনা-২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৭, ওবিসি ২)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), পোস্ট কোড-১৩২০২২, গ্রুপ-বি : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৪) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), পোস্ট কোড-১৪২০২২, গ্রুপ-বি : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইন এনটিটিসি, পোস্ট কোড-১৫২০২২, গ্রুপ-বি : ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট বা ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৬) ডেন্টাল মেকানিক, পোস্ট কোড-১৬২০২২, গ্রুপ-সি : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ২ বছরের ডেন্টাল মেকানিকের কোর্স করে থাকতে হবে৷ কোনো হাসপাতালে ডেন্টাল মেকানিক হিসাবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৭) অ্যানাস্থেশিয়া টেকনিশিয়ান, পোস্ট কোড-১৭২০২২, গ্রুপ-সি : অ্যানাসথেসিয়া টেকনোলজিতে ডিগ্রি পাশ বা ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৮) স্টেনোগ্রাফার গ্রেড-২, পোস্ট কোড-১৮২০২২, গ্রুপ-সি : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে সেই ম্যাটার ইংরাজীতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দি ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৯) জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড-১৯২০২২, গ্রুপ-সি : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরাজী টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, আর্থিভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
বয়স নির্ধারণ করতে হবে ৩০ মার্চ, ২০২২ এর হিসাবে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর ও তঃজাঃ/তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https:://www.jipmer.edu.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (১০কেবি থেকে ৮০ কেবি সাইজ) ও ৮০ মিমি×৩৫ মিমি মাপের সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০কেবি থেকে ৮০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে দরখাস্তের ফি ১৫০০ টাকা (ট্রানজ্যাকশন চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় দরখাস্তের ফি ১২০০ টাকা (ট্রানজ্যাকশন চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল মেকানিক ও অ্যানাসথেসিয়া টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কোনো স্কিল টেস্ট হবে না৷ লিখিত পরীক্ষার তারিখ ১৭ এপ্রিল, ২০২২৷ হল টিকিট ডাউনলোড করা যাবে ১১ এপ্রিল, সকাল ১১টা থেকে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website:https://jipmer.edu.in/
Get details: Click Here