Advt. No. DHFWS/HOW/17/2023
District Level Selection Committee invites online applications for the following posts.
Post: Clinical Psychologist, Psychiatric / Community Nurse, Block Public Health Manager, Staff Nurse, Community Health Assistant, Programme Assistant.
Total vacancy: 143.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 25th January, 2023 till 5 pm.
……………………
হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে ১৪৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৫ জানুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান (এনইউএইচএম): এএনএম বা জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাংলা ভাষা জানা ও হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৯ (জেনাঃ ৩৯, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ৮, ওবিসি এ ১৩, ওবিসি বি ৭)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে এএনএম / জিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) মাধ্যমে৷
(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান XV FC-HG): এএনএম বা জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাংলা ভাষা জানা ও হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি এ ২, ওবিসি বি ১)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে এএনএম / জিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) মাধ্যমে৷
(৩) স্টাফ নার্স (এনইউএইচএম): জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১, ওবিসি এ ৩, ওবিসি বি ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে নার্সিং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) মাধ্যমে৷
(৪) স্টাফ নার্স – পলিক্লিনিক XV FC-HG): জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে নার্সিং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) মাধ্যমে৷
(৫) স্টাফ নার্স XV FC-HG): জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে নার্সিং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) মাধ্যমে৷
(৬) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার XV FC-HG): লাইফ সায়েন্সে বি.এসসি পাশ সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ এম.এসসি পাশ ও পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), কাজের অভিজ্ঞতা (১০ নম্বর), কম্পিউটার টেস্ট (২০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(৭) সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স (এনএমএইচপি): সাইকিয়াট্রিক নার্স – সাইকিয়াট্রিক নার্সিংয়ে এম.এসসি / বি.এসসি পাশ বা ডিপিএন পাশ হতে হবে৷ কমিউনিটি নার্স – নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন জিএনএম পাশ হতে হবে সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), কাজের অভিজ্ঞতা (২৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷
(৮) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (এনএমএইচপি): সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে এম.ফিল পাশ হতে হবে অথবা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ক্লিনিক্যাল সাইকোলজির কোর্স করে থাকতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৭০ নম্বর), কাজের অভিজ্ঞতা (১৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷
(৯) প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (পিজিপিএনডিটি): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ ডেটা অ্যানালিসিস ও ডেটা রেকর্ডিংয়ের কাজে কোনো সরকারি খাতে ৩ বছর বা বেসরকারি খাতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩০ নম্বর) ও কম্পিউটার টেস্টের (৭০ নম্বর) মাধ্যমে৷
উল্লিখত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.healthyhowrah.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/pages/career
Get details: Click Here