Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

143 STAFFS VACANCY IN JAMIA MILLIA ISLAMIA

Advt. No. 01/2025-26 (NT)

Jamia Millia Islamia, a central university invites applications for the non-teaching posts.

Post: Deputy Registrar, Section Officer, Assistant, Lower Division Clerk, Multi Tasking Staff.

Total vacancy: 143. Deputy Registrar: 2, Section Officer: 9, Assistant: 12, Lower Division Clerk: 60, Multi Tasking Staff: 60.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 31st July, 2025 till 5 pm.

………………………………………………………….

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ১৪৩ অশিক্ষক কর্মী

কেন্দ্রীয় সরকারের অধীন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার, ডেপুটি রেজিস্ট্রার পদে ১৪৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ জুলাই, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ অথবা আইটিআই পাশ হতে হবে৷ হিন্দি ও উর্দু ভাষা জানা থাকলে ভালো হয়৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ হিন্দি ও উর্দু ভাষা জানা থাকলে ভালো হয়৷ অথবা  যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ টাইপিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নোটিং ও ড্রাফটিংয়ের কাজে দক্ষ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থা / বিশ্ববিদ্যালয় / গবেষণা প্রতিষ্ঠানে আপার ডিভিশন ক্লার্ক বা সমতুল্য কোনো পদে ৩ বছর  বা লোয়ার ডিভিশন ক্লার্ক বা সমতুল্য কোনো পদে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ হিন্দি ও উর্দু ভাষা জানা থাকলে ভালো হয়৷ অথবা  যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ টাইপিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নোটিং ও ড্রাফটিংয়ের কাজে দক্ষ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থা / বিশ্ববিদ্যালয় / গবেষণা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট পদে ৩ বছর বা আপার ডিভিশন ক্লার্ক বা সমতুল্য কোনো পদে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ হিন্দি ও উর্দু ভাষা জানা থাকলে ভালো হয়৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থা / বিশ্ববিদ্যালয় / গবেষণা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ৫ বছর (পে লেভেল ১০ বেতনক্রম) কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)

 আবেদন: দরখাস্ত করতে হবে https://www.jmi.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের ফি লেভেল ১০ ও তার বেশি বেতনক্রমের পদগুলির জন্য ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০০ টাকা), লেভেল ১ থেকে ৭ বেতনক্রমের পদগুলির জন্য ৭০০ টাকা  (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৩৫০ টাকা) অনলাইনে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে -Name of Bank Account: JMI Conferences, Name of the Bank: Indian Bank, Branch: Jamia Milia Islamia, Branch Code: 01622, Bank account no.: 6820138716, IFSC: IDIB000J029৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ একাধিক পদে আবেদন করতে চাইলে আলাদা আলাদা দরখাস্ত জমা দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে -Recruitment & Promotion (Non-Teaching) Section, 2nd Floor, Registrar’s Office, Jamia Millia Islamia, Maulana Mohamed Ali Jauhar Marg, Jamia Nagar, New Delhi – 110025৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://jmi.ac.in/BULLETIN-BOARD/Jobs/Careers@JMI

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)

Share it :

Leave a Reply