Online applications are invited from eligible candidates for the following posts in Central Reserve Police Force.
Post: Head Constable (Ministerial), Assistant Sub Inspector (Steno)
Total vacancy: 1458
Eligibility: Class XII
Age: 18 to 25 years (as on 25/1/2023).
Pay-scale: Post-wise different
Last Date of Online Application: 25/1/2023
Application Fee: Rs. 100 (Female/SC/ST/ESM candidates are exempted)
……………………………….
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল) ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো) পদে ১৪৫৮ জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷ যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ বয়স: ২৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৬ জানুয়ারি, ১৯৯৮ থেকে ২৫ জানুয়ারি, ২০০৫-এর মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: (১) হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল): ১৩১৫ (জেনাঃ ৫৩২, তঃজাঃ ১৯৭, তঃউঃজাঃ ৯৯, ওবিসি ৩৫৫, আর্থিকভাবে অনগ্রসর ১৩২)৷ (২) অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার): ১৪৩ (জেনাঃ ৫৮, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ১১, ওবিসি ৩৯, আর্থিকভাবে অনগ্রসর ১৪)৷ বেতনক্রম: (১) হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল): ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ (২) অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার): ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি হতে হবে৷ তপশিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি হতে হবে৷ তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫০ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা ও অসম, অরুণাচল প্রদেশ, সিকিম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় রাজ্যের ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেমি হতে হবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.crpfindia.com বা www.crpf.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪.৫ সেমি× ৩.৫ সেমি, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) ও সই (৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ পরীক্ষা ফি ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে ২৫ জানুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, স্কিল টেস্ট, শারীরিক মাপজোকের পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৩৷ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে৷ ১ ঘণ্টা ৩০ মিনিট সময়সীমায় ১০০ নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে এইসব বিষয়ে- হিন্দি / ইংরেজি ভাষা (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর)৷ ইংরেজি ও হিন্দি উভয় ভাষাতেই প্রশ্ন থাকবে৷ ভুল উত্তরের জন্য ০.২৫ নেগেটিভ মার্কিং রয়েছে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, হুগলী, সিউড়ি, কল্যাণী, হাওড়া, বাঁকুড়া, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর৷ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় সফল হলে স্কিল টেস্ট নেওয়া হবে৷ হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল) প্রার্থীদের স্কিল টেস্টে প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ কম্পিউটারে টাইপ করতে হবে৷ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) প্রার্থীদের স্কিল টেস্টে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিকটেশন নিয়ে ৫০ মিনিট সময়সীমায় ইংরেজিতে বা ৬৫ মিনিট সময়সীমায় হিন্দিতে ট্রান্সক্রিপট করতে হবে৷ স্কিল টেস্টে সফল হলে হবে শারীরিক মাপজোকের পরীক্ষা৷ শেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://crpf.gov.in
Official Notification: Click Here