Advt. No. BSL/R/2022-01
Steel Authority of India is inviting applications for the following posts.
Post: Attendant-cum-Technician Trainee
Total vacancy: 146
Eligibility: Matriculation and completion of apprenticeship training of minimum one year duration in designated trade from an integrated steel plant and National Apprenticeship Certificate (NAC) issued by National Council for Vocational Training.
Training Period: 2 years
Stipend: Rs. 12,900/-pm during 1st year of training and Rs.16,100/-pm during the 2nd year of training.
Salary (S-1 Grade): Rs. 25070 – Rs. 35070
Last date of Online Application: 15/09/2022.
…………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের বোকারো স্টিল প্ল্যান্টে অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদে ১৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ সেপ্ঢেম্বর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কোনো ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট থেকে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে ও এনসিভিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে৷
বয়স: ১৫ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১৪৬ (জেনা: ৫৬, ত:জা: ১৬, ত:উ:জা: ৪৫, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ১৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৩টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২১টি পদ সংরক্ষিত রয়েছে৷
শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় ১৫৫ সেমি ও মহিলাদের বেলায় ১৪৩ সেমি৷ ওজন হতে হবে পুরুষদের বেলায় ৪৫ কেজি ও মহিলাদের বেলায় ৩৫ কেজি৷
ট্রেনিং পিরিয়ড, স্টাইপেন্ড ও বেতন: ট্রেনিং পিরিয়ড হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৬,১০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে প্রার্থীদের S-1 গ্রেডে নিযুক্ত করা হবে৷ তখন বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.sail.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত পূরণের সময় রঙিন পাসপোর্ট ছবি (১০০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো/নীল কালিতে করা সই (১০০ কেবি সাইজের মধ্যে) ও এনসিভিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট (৫০০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অ্যাপ্লিকেশন ফি ২০০ টাকা ও প্রসেসিং ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও ট্রেড/স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ৯০ মিনিটে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড৷ প্রতিটি প্রশ্নের মান ১৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.sail.co.in
Official Notification: Click Here