Advt No.DR/CCI/2025
The Cotton Corporation of India Ltd invites online applications for the following post.
Posts: Management Trainee, Junior Commercial Executive, Junior Assistant.
Total vacancy: 147.
Eligibility: Post-wise different.
Age limit: Post-wise different.
Pay scale: Post-wise different.
Application Fee: Rs. 1500 (SC/ST/ESM/PWD candidates- Rs. 500)
Last date of online application: 24/05/2025.
…………………………………………………………………………………………………………
কটন কর্পোরেশনে ১৪৭ কর্মী
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজমেন্ট ট্রেনি পদে ১৪৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ মে, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ নম্বর) বি.এসসি অ্যাগ্রিকালচার পাশ হতে হবে৷ অথবা অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা অ্যাগ্রিকালচার সম্বন্ধীয় কোনো বিষয়ে এমবিএ পাশ হতে হবে৷ রয়েছে৷ অথবা সিএ / সিএমএ পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: ৯ মে, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.cotcorp.org.in ওয়েবসাইটের দরখাস্ত ফি ১৫০০ টাকা (তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://cotcorp.org.in/?AspxAutoDetectCookieSupport=1
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৪/৫/২০২৫)।