Advt. No. 02/2025
CSIR-Central Mechanical Engineering Research Institute, Durgapur is inviting applications for the following posts.
Post: Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (Finance & Accounts), Junior Secretariat Assistant (Stores & Purchase).
Total vacancy: 16
Eligibility: 12th, Proficiency in computer typing.
Age limit: 28 years (as on 16/3/2025)
Salary: Rs. 36,000
Application fee: Rs. 500 (SC/ST/Female/PWD category candidates are exempted)
Last date of online application: 16/3/2025
দুর্গাপুরে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ১৬ কর্মী
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট, দুর্গাপুর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেজ) পদে ১৬ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ মার্চ, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷
বয়স: ১৬ মার্চ, ২০২৫ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
শূন্যপদ: ১৬৷
বেতন: প্রতি মাসে এককালীন বেতন প্রায় ৩৬,০০০ টাকা।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.cmeri.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷
Official website: www.cmeri.res.in
Official notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৯/২/২০২৫)।