Advt. No. 01/2025/WBAIC Ltd.
Advt. No. 02/2025/WBAIC Ltd.
Advt. No. 03/2025/WBAIC Ltd.
West Bengal Agro-Industries Corporation Ltd. invites online applications for the following posts.
Post: Assistant Engineer, Junior Engineer, Secretary cum Chief Personnel Officer.
Total Vacancy: 15. Assistant Engineer: 4, Junior Engineer: 10, Secretary cum Chief Personnel Officer: 1.
Eligibility: post wise different.
Age Limit: within 40 years (as on 01/01/2025).
Salary: post wise different.
Last Date of Online Application: 11th September, 2025 till 12 pm
…………………………………………………..
রাজ্যের কৃষি সংস্থায় ১৫ নিয়োগ
রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিস কর্পোরেশন লিমিটেড তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সেক্রেটারি কাম চিফ পার্সোনেল অফিসার পদে ১৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২টা-র মধ্যে৷
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট / ফেলো মেম্বার হতে হবে ও ধারাবাহিকভাবে ভালো অ্যাকাডেমিক রেজাল্ট থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.wbagroindustries.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.wbagroindustries.com/online-application/public/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)।