Advt. No. 03/2021
CSIR-Central Mechanical Engineering Research Institute, Durgapur is inviting applications for recruitment to 15 posts of scientists & senior scientists.
Post: Scientists, Senior Scientists.
Total vacancy: 15. Post Code: 210301:: 02 Posts [ SC-01 (Backlog), OBC-01 ] , Post Code : 210302 :: 03 Posts [ OBC-01, {UR-02 (Backlog PWD-OH-01)} ] , Post Code : 210303 :: 03 Posts [ SC-01, OBC-01 (Backlog), UR-01] , Post Code : 210305 : 01 Post [UR] , Post Code : 210306 : 01 Post [UR] , Post Code : 210307 : 01 Post [UR], Post Code : 210308 : 01 Post [UR]
Eligibility: B.E/B.Tech, M.E/M.Tech, PhD
Age limit: Scientists: 32 years, Senior Scientists: 37 years (as on 20 September, 2021.
Payscale: Scientist: Rs. 67,700 – Rs. 2,08,700, Senior Scientist: Rs. 78,800 – Rs. 2.09,200
Application fee: Rs. 100 (SC/ST/PWD/Ex-Servicemen are exempted)
Last date of online application: 20 September, 2021 till 5:00 pm
Last date for receipt of the application: 30 September, 2021 till 5:30 pm
………………………….
সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, দূর্গাপুর-এ ১৫ জন সায়েন্টিস্ট নিয়োগ করা হবে৷ অনলাইনে আবেদন করতে হবে ২০ সেপ্টেম্বর, ২০২১, বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) সায়েন্টিস্ট (পোস্ট কোড :210301) : মেকানিক্যাল / প্রোডাকশন / মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারং / মেটিরিয়াল সায়েন্স বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে সংশ্লিষ্ট বিষয়ে এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ২ [তঃজাঃ ১ (ব্যাকলগ], ওবিসি ১)৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
(২) সায়েন্টিস্ট (পোস্ট কোড :210302) : মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল / মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে সংশ্লিষ্ট বিষয়ে / মেকাট্রনিক্স / অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং-এ এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ৩ [জেনাঃ ৩ (শারীরিক প্রতিবন্ধী ১ – ব্যাকলগ), ওবিসি ]৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
(৩) সায়েন্টিস্ট (পোস্ট কোড :210303) : মেকানিক্যাল / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেনটেশন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে সংশ্লিষ্ট বিষয়ে / পাওয়ার ইলেকট্রনিক্স / মেকাট্রনিক্স বিষয়ে এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ৩ [জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি ১ (ব্যাকলগ]৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
(৪) সিনিয়র সায়েন্টিস্ট (পোস্ট কোড :210304) : মেকানিক্যাল / ইন্ডাস্ট্রিয়াল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস অ্যান্ড সিস্টেমস / হাইড্রোলিক ও নিউম্যাটিক সিস্টেমস / টেস্ট রিগস ক্ষেত্রে ৩ বছরের রিসার্চ / ইন্ট্রাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা উল্লিখিত বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস অ্যান্ড সিস্টেমস / হাইড্রোলিক ও নিউম্যাটিক সিস্টেমস / টেস্ট রিগস নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ / অ্যাপ্লায়েড টেকনোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ৩ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৭৮,০০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
(৫) সিনিয়র সায়েন্টিস্ট (পোস্ট কোড :210305) : মেকানিক্যাল / অ্যারোস্পেস / অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ করে মেকানিক্যাল / অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ডিজাইন / ডেভেলপমেন্ট অফ টারবোমেশিনারি কম্পোনেন্ট / সিস্টেমস ক্ষেত্রে ৩ বছরের রিসার্চ / ইন্ট্রাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা উল্লিখিত বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে টার্বোমেশিনারি নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ / অ্যাপ্লায়েড টেকনোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৭৮,০০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
(৬) সিনিয়র সায়েন্টিস্ট (পোস্ট কোড :210306) : কেমিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি / প্রসেস ইঞ্জিনিয়ারিং / প্রসেস প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং / প্রসেস ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভ্যালু অ্যাডেড স্কেলড আপ কেমিক্যাল প্রোডাকশন প্ল্যান্ট / গ্যাস জেনারেশন / সেপারেশন প্ল্যান্ট ক্ষেত্রে ৩ বছরের রিসার্চ / ইন্ট্রাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা উল্লিখিত বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে ভ্যালু অ্যাডেড স্কেলড আপ কেমিক্যাল প্রোডাকশন প্ল্যান্ট / গ্যাস জেনারেশন / সেপারেশন প্ল্যান্ট নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ / অ্যাপ্লায়েড টেকনোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৭৮,০০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
(৭) সিনিয়র সায়েন্টিস্ট (পোস্ট কোড :210307) : মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা কেমিক্যাল সায়েন্সে এমএসসি পাশ করে মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে বায়োএনার্জি / ফুয়েল প্রোডাকশন ক্ষেত্রে ৩ বছরের রিসার্চ / ইন্ট্রাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা উল্লিখিত বিষয়ে বি.ই / বি.টেক / এমএসসি করে বায়োএনার্জি / ফুয়েল কনভার্সন অ্যান্ড রিলেটেড ক্যাটালিস্ট ডিজাইনিং নিয়ে ইঞ্জিনিয়ারিং / বিজ্ঞান বিষয়ে পিএইচডি হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ / অ্যাপ্লায়েড টেকনোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৭৮,০০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
(৮) সিনিয়র সায়েন্টিস্ট (পোস্ট কোড :210308) : ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ করে ইলেকট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল / ইনস্ট্রুেমেনটেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন / অ্যাডভান্সড ইলেকট্রনিক্স সিস্টেমস / পাওয়ার ইএলক্ট্রনিক্স বিষয়ে এম.ই / এম.টেক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স / অটোমেশন অ্যান্ড কন্টোরল / ইনভার্টার টেকনোলজিস / পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিন ড্রাইভস ক্ষেত্রে ৩ বছরের রিসার্চ / ইন্ট্রাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স / অটোমেশন অ্যান্ড কন্টোরল / ইনভার্টার টেকনোলজিস / পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিন ড্রাইভস নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ / অ্যাপ্লায়েড টেকনোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৭৮,০০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে http://www.cmeri.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি স্ক্যান করে (১৫০ কেবির মধ্যে) আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি বাবদ অনলাইনে ১০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় / শারীরিকভাবে প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী / মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ ই-রিসিপ্ঢ ডাউনলোড করে রাখতে হবে৷ নির্দেশানুসারে দরাখাস্ত পূরণ করার পরে তা সাবমিট করে দরখাস্তের প্রিন্ট কপি নিতে হবে৷ প্রিন্ট কপিতে সই করে তার সাথে ই-রিসিপ্ঢ এবং মার্কিশিট, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট / টেকনোলজি ইনোভেশন / ট্রান্সলেশনাল রিসার্চ / অ্যাপ্লায়েড টেকনোলজি ইত্যাদি ক্ষেত্রে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকলে ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুসারে তা লিখে একত্রে একটি খামে ভরতে হবে৷ খামের ওপর “APPLICATION FOR THE POST OF _______ (Post Code ____)” ‘Advertisement No. 03/2021’ ৩০ সেপ্ঢেম্বর, ২০২১ তারিখে বিকেল সাড়ে ৫টার মধ্যে লিখে পাঠাতে হবে এই ঠিকানায় -The Administrative Office, CSIR-Central Mechanical Engineering Research Institute, Mahatma Gandhi Avenue, Durgapur-713209 (West Bengal)৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: http://www.cmeri.res.in
Click here to download official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/CMERI.pdf