Advt. No. 1/2025
CSIR – Central Salt & Marine Chemicals Research Institute invites online applications for the following posts.
Post: Security Officer, Junior Hindi Translator, Junior Stenographer, Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (Finance & Accounts), Junior Secretariat Assistant (Stores & Purchase).
Total Vacancy: 15. Security Officer 1, Junior Hindi Translator 1, Junior Stenographer 4, Junior Secretariat Assistant (General) 5, Junior Secretariat Assistant (Finance & Accounts) 2, Junior Secretariat Assistant (Stores & Purchase) 2.
Eligibility: Post-wise different.
Age-limit: Post-wise different.
Pay Scale: Post-wise different.
Last Date of Online Application: 31st March, 2025.
………………………………………..
কেন্দ্রীয় গবেষণা সংস্থায় ১৫
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা সিএসআইআর – সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যালস রিসার্চ ইনস্টিটিউট সিকিউরিটি অফিসার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে ১৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ মার্চ, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: এক্স সার্ভিসমেন জেসিও (সুবেদার বা তার চেয়ে বেশি পদস্থ) বা কোনো প্যারামিলিটারি ফোর্সে সমতুল কোনো পদে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা হিন্দি / ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি / হিন্দি বিষয় পড়ে থাকতে হবে এবং হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দি ভাষয় অনুবাদে ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্)৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.csmcri.res.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.csmcri.res.in/
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/৩/২০২৫)।