Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

15 STAFFS VACANCY IN LCB / লক্ষ্ণৌ ক্যান্টনমেন্ট বোর্ডে ১৫

Advt. No.  LCB/1/Admin/Recruitment/2022-23

Online applications are invited for the following posts in Lucknow Cantonment Board.

Post: Horticulture Inspector, Sanitary Inspector, Pharmacist, Assistant Teacher, Junior Clerk, Mid Wife, X-Ray Technician.

Total vacancy: 15. Horticulture Inspector: 1, Sanitary Inspector: 1, Pharmacist: 1, Assistant Teacher: 8, Junior Clerk: 2, Mid Wife: 1, X-Ray Technician: 1.

Eligibility:  post wise different.

Age: 21 to 30 years (as on 31/12/2022).

Pay Scale: post wise different.

Last Date of Submit Application : 12th December, 2022 till 5 pm.

………………………………

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ লক্ষ্ণৌ ক্যান্টনমেন্ট বোর্ডে হর্টিকালচার ইন্সপেক্টর, স্যানিটারি ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, জুনিয়র ক্লার্ক, মিডওয়াইফ, এক্স-রে টেকনিশিয়ান পদে ১৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স: ৩১ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) হর্টিকালচার ইন্সপেক্টর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার / বটানি বিষয়ে বি.এসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(২) স্যানিটারি ইন্সপেক্টর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি / এগ্রিকালচার / অ্যানিম্যাল হাসবেন্ড্রি বিষয়ে বি.এসসি পাশ হতে হবে৷ স্যানিটেশন অ্যান্ড পাবলিক হাইজিন বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৩) ফার্মাসিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর ফার্মাসি বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ স্টেট ফার্মাসি কাউন্সিল / স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির অধীন রেজিস্ট্রেশন থাকতে হবে৷ টেরিটোরিয়াল আর্মিতে ২ বছর কাজের অভিজ্ঞতা বা এনসিসি বি সার্টিফিকেট থাকতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৪) অ্যাসিস্ট্যান্ট টিচার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডি.এল.এড বা শিক্ষামিত্র সঙ্গে ২ বছরের বিটিসি পাশ বা ২ বছরের ডি.এড পাশ বা ডি.এড (স্পেশাল এডুকেশন) বা ২ বছরের স্পেশাল বিটিসি পাশ বা বা উর্দুতে ২ বছরের বিটিসি পাশ বা বি.এল.এড বা বি.এড পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই স্টেট টেট বা সিটেট (প্রাইমারি লেভেল) পাশ করে থাকতে হবে৷  শূন্যপদ: ৮ (জেনাঃ ৭, তঃজাঃ ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৫) জুনিয়র ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ তোলার সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র থাকতে হবে৷  শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷

(৬) মিডওয়াইফ: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১৮ মাস বা ২ বছর সময়সীমার অক্সিলারি নার্সিং মিডওয়াইপারি পাশ হতে হবে৷ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির রেজিস্ট্রেশন থাকতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷

(৭) এক্স রে টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রেডিয়োলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির রেজিস্ট্রেশন থাকতে হবে৷ টেরিটোরিয়াল আর্মিতে ২ বছর কাজের অভিজ্ঞতা বা এনসিসি বি সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.mponline.gov.in বা https://lucknow.cantt.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১২০০ টাকা (ওবিসি প্রার্থীদের বেলায় ১০০০ টাকা ও তঃজাঃ প্রার্থীদের বেলায় ৮০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, নথিপত্র যাচাইয়ের সময়ে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://lucknow.cantt.gov.in/recruitment/

Get details: Click Here

 

Share it :