RITES Ltd. is inviting applications for the following posts.
Post: Technician-II
Total vacancy: 15
Eligibility: 10th with ITI
Age limit: 30 years (as on 8/11/2024)
Pay Scale: Rs. 20,000 – Rs. 66,000
Last date of online application: 08/11/2024
রাইটস লিমিটেডে ১৫ টেকনিশিয়ান
কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড টেকনিশিয়ান-II পদে ১৫ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক পাশের পরে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট / ড্রাফটসম্যান (সিভিল) / সার্ভেয়র / ক্যাড অপারেটর ট্রেডে আইটিআই ট্রেডসম্যানশিপ / অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷
বয়স: ৮ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১৫৷
বেতনক্রম: ২০,০০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.rites.com ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷
Official Website: https://www.rites.com/Career
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।