Advt. No. GTRE/HRD/026/2022-23
Gas Turbine Research Establishment (GTRE), Bengaluru invites online applications from eligible candidates for Graduate / Diploma / ITI (Engineering) and General Stream – B.Com. / B.Sc. / B.A (Non Engineering) Apprenticeship Training for the Financial Year 2022-23.
Post: Graduate Apprentice (B.E./B.Tech./ Equivalent), Technician (Diploma) Apprentice, Trade Apprentice (ITI), Graduate Apprentice (General Stream).
Total Vacancy: 150. Graduate Apprentice (B.E./B.Tech./ Equivalent) 75, Technician (Diploma) Apprentice 20, Trade Apprentice (ITI) 25, Graduate Apprentice (General Stream) 30.
Eligibility: post wise different.
Age limit: 18 to 27 year.
Stipend: post wise different.
Last Date of Online Application: 14th March, 2022.
……………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগী সংস্থা গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি, আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে ১৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ মার্চ, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি (বি.ই / বি.টেক বা সমতুল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা : মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং – ৩০৷ অ্যারোনটিক্যাল / অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং – ১৫৷ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন – ১০৷ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং – ১৫৷ মেটালার্জি / মেটিরিয়াল সায়েন্স – ৪৷ সিভিল ইঞ্জিনিয়ারিং – ১৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ৯,০০০ টাকা৷
(২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ স্যান্ডুইচ কোর্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শাখা অনুযায়ী যোগ্যতা : মেকানিক্যাল / প্রোডাকশন / টুল অ্যান্ড ডাই ডিজাইন – ১০৷ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন- ৭৷ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার নেটওয়ার্কিং – ৩৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ৮,০০০ টাকা৷
(৩) আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি: মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ স্যান্ডুইচ কোর্সে আইটিআই পাশ করা প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ট্রেড অনুযায়ী যোগ্যতা : মেশিনিস্ট – ৩৷ ফিটার – ৪৷ টার্নার – ৩৷ ইলেকট্রিশিয়ান – ৩৷ ওয়েল্ডার – ২৷ শিট মেটাল ওয়ার্কার – ২৷ কম্পিউটার ওয়ার্কার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – ৮৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ৭,০০০ টাকা৷
(৪) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি (জেনারেল স্ট্রিম): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শাখা অনুযায়ী যোগ্যতা : বি.কম – ১০৷ বি.এসসি (কেমিস্ট্রি / ফিজিক্স / ম্যাথস / ইলেকট্রনিক্স / কম্পিউটার) – ১০৷ বি.এ (ইংলিশ / হিস্ট্রি / ফিন্যান্স / ব্যাঙ্কিং) – ১০৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ৯,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ নির্বাচিত প্রার্থীদের ১২ মাসের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে৷ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ট্রেনি প্রার্থীদের বেলায় ২০১৯, ২০২০ বা ২০২১ সালে পাশ করা প্রার্থীরাই কেবল আবেদনের যোগ্য৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার পূর্বে আগ্রহী প্রার্থীদের প্রথমে www.apprenticeshipindia.org (আইটিআই ট্রেনিদের বেলায়) বা www.mhrdnats.gov.in (ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট ট্রেনিদের বেলায়) ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নাম নথিভুক্ত করার পর প্রার্থীদের www.rac.gov.in বা www.drdo.gov.in ওয়েবসাইটে অনলাইন দরখাস্ত করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং শুরু হবে ২ মে ২০২২ থেকে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://rac.gov.in/index.php?lang=en&id=0
Get details: Click Here
Online application link: Click Here