Intelligence Bureau invites application for the following post.
Post: Assistant Central Intelligence Officer Grade-II/Technical
Total Vacancy: 150
Eligibility: Valid GATE 2020/2021/2022 score card with BE/BTech degree or Master’s degree in the relevant streams.
Pay scale: Rs. 44,900 – Rs. 1,42,000
Age Limit: 18 to 27 years as on 7th May, 2022
Application Fee: Rs. 100 (Women/SC/ST/ESM candidates are exempted)
Online Application will be started from: 16th April, 2022.
Last Date of Receipt of Application:7th May, 2022
……………………………………………
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো গেট- ২০২০/২০২১/২০২২ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-II / টেকনিক্যাল পদে ১৫০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ এপ্রিল, ২০২২ থেকে ৭ মে, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে (গেট কোড-EC) বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে (গেট কোড- CS) বৈধ গেট-২০২০/২০২১/২০২২ স্কোর কার্ড থাকতে হবে, সঙ্গে ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি অথবা ফিজিক্স সহ ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্সে সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি বা কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৭ মে, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
শাখা অনুযায়ী শূন্যপদ: (১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি: ৫৬ (জেনাঃ ৩০, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৬, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ (২) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: ৯৪ (জেনাঃ ৫০, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ১০, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mha.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে / অফলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়ভুক্ত ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই পদ্ধতি প্রার্থী বাছাই করা হবে গেট পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.mha.gov.in , www.ncs.gov.in
Official Notification: Click Here