Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1500 LOCAL BANK OFFICERS IN UNION BANK

 

Union Bank of India is inviting applications for recruitment to the following post.

Post: Local Bank Officer (LBO)

Total vacancy: 1500

Eligibility: Graduate

Age limit: 20-30 years (as on 1/10/2024)

Pay scale:  Rs. 48480 – Rs. 85920

Application fee: Rs. 850 (Rs. 175 for SC/ ST / PwBD)

Last date of online application: 13/11/2024

ইউনিয়ন ব্যাঙ্কে ১৫০০ অফিসার

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে ১৫০০ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় ফুল টাইম / রেগুলার ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে। যে রাজ্যে আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষায় কথা বলা, লেখা ও পড়ায় দক্ষ হতে হবে।

বয়স: ১ অক্টোবর, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷

শূন্যপদ: ১৫০০।

বেতনক্রম: ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা।

আবেদনের পদ্ধতি:  অনলাইনে আবেদন করতে হবে www.unionbankofindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) জমা করতে হবে৷

Official Websitewww.unionbankofindia.co.in

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।

 

Share it :