Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

153 NON TEACHING STAFFS IN IIT, JODHPUR/আইআইটি যোধপুরে ১৫৩ অশিক্ষক কর্মী

IIT, Jodhpur invites online applications for various posts.

Post:  various.

Total vacancy: 153.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application : 17th October, 2022.

আইআইটি যোধপুর টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, স্পোর্টস অফিসার, মেডিক্যাল অফিসার, ওয়ার্কশপ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যানেজার, ইন্ডাস্টির লায়াসন অফিসার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, কাউন্সেলর, সুপারিনটেন্ড্যান্ট, হিন্দি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার,  জুনিয়র  সুপারিনটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি / ফায়ার অফিসার, ম্যানেজার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে ১৫৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷  অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷

শাখা ও পদ অনুযায়ী যোগ্যতা: টেকনিক্যাল পোস্ট: (ক) বায়োসায়েন্স অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং শাখা: (১) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭০১): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োলজি / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিয়িারিংয়ে এম.এসসি / এম.ই / এম.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর পে লেভেল ৬ স্তরের সমতুল্য বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭০২): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োলজি / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিয়িারিংয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োলজি / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিয়িারিংয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭০৩): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োলজি / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিয়িারিংয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োলজি / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিয়িারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭০৪): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ বায়োলজি / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিয়িারিংয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োলজি / লাইফ সায়েন্স / বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিয়িারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(খ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা: (১) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭০৫): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনে বিষয়ে এম.এসসি / এম.ই / এম.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর পে লেভেল ৬ স্তরের সমতুল্য বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭০৬): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনো বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭০৭): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনো বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনো বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭০৮): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনো বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনো বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ১,ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(গ) কেমিস্ট্রি শাখা: (১) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭০৯): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল সায়েন্স বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল সায়েন্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭১০): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল সায়েন্স বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল সায়েন্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ঘ) সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং শাখা: (১) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭১১): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং / জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং / ফ্লুয়িড মেকানিকস / ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং / কনস্ট্রাকশন মেটিরিয়াল বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭১২): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭১৩): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং / জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং / ফ্লুয়িড মেকানিকস / ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং / কনস্ট্রাকশন মেটিরিয়াল সম্বন্ধীয় ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ঙ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখা:(১) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭১৪): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর পে লেভেল ৬ স্তরের সমতুল্য বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ইংরেজি ও হিন্দি ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭১৫): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি ও হিন্দি ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭১৬): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি ও হিন্দি ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭১৭): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(চ) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা:(১) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭১৮): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর পে লেভেল ৬ স্তরের সমতুল্য বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭১৯): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭২০): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭২১): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, প্রাক্তন সমরকর্মী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ছ) ম্যাথমেটিক্স শাখা:(১) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭২২): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সিএসই / ইই / স্ট্যাটিসটিক্স বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্র্যিকাল / স্ট্যাটিসটিক্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭২৩): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সিএসই / ইই / স্ট্যাটিসটিক্স বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্র্যিকাল / স্ট্যাটিসটিক্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(জ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা: (১) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭২৪): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / পাওয়ার প্ল্যান্ট / মেকাট্রনিক্স / অ্যারোস্পেস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর পে লেভেল ৬ স্তরের সমতুল্য বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭২৫): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / পাওয়ার প্ল্যান্ট / মেকাট্রনিক্স / অ্যারোস্পেস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / পাওয়ার প্ল্যান্ট / মেকাট্রনিক্স / অ্যারোস্পেস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭২৬): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / পাওয়ার প্ল্যান্ট / মেকাট্রনিক্স / অ্যারোস্পেস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / পাওয়ার প্ল্যান্ট / মেকাট্রনিক্স / অ্যারোস্পেস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭২৭): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / পাওয়ার প্ল্যান্ট / মেকাট্রনিক্স / অ্যারোস্পেস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / পাওয়ার প্ল্যান্ট / মেকাট্রনিক্স / অ্যারোস্পেস / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, প্রাক্তন সমরকর্মী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ঝ) মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং শাখা: (১) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭২৮): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটিরিয়ালস / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ফিজিক্স / কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর পে লেভেল ৬ স্তরের সমতুল্য বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭২৯): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটিরিয়ালস / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ফিজিক্স / কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটিরিয়ালস / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ফিজিক্স / কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, প্রাক্তন সমরকর্মী প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৩০): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটিরিয়ালস / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ফিজিক্স / কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটিরিয়ালস / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ফিজিক্স / কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৩১): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটিরিয়ালস / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ফিজিক্স / কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটিরিয়ালস / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ফিজিক্স / কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ঞ) ফিজিক্স শাখা: (১) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭৩২): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্স / কেমিস্ট্রি /  মেটিরিয়াল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৩৩): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক অথবা ফিজিক্স (অনার্স) / পিসিএম বিষয়ে বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ফিজিক্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৩৪): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক অথবা ফিজিক্স (অনার্স) / পিসিএম বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ফিজিক্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৪ (জেনাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ট) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস:

(১) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭৩৫): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ  ফিজিক্স / কেমিস্ট্রি / মেটিরিয়ালস সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর পে লেভেল ৬ স্তরের সমতুল্য বেতনক্রমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭৩৬): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্স / কেমিস্ট্রি /  মেটিরিয়াল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্স / কেমিস্ট্রি /  মেটিরিয়াল সায়েন্স বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ঠ) সুকল অফ আর্টিফিশিয়াল  ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স : (১) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৩৭): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্স / বায়োলজি বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্স / বায়োলজি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৩৮): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ফিজিক্স / বায়োলজি বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্স / বায়োলজি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ড) কম্পিউটার সেন্টার: (১) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৩৯): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার অ্যাপ্লিকেশন / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ঢ) সুকল অফ লিবারাল আর্টস: (১) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৪০): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার অ্যাপ্লিকেশন / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ণ) ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ প্ল্যাটফর্ম:(১) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭৪১): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং / বায়োমেডিক্যাল সায়েন্স / লাইফ সায়েন্স / ফিজিয়োলজি / বায়োমেডিক্যালইনস্ট্রু / কম্পিউটার সায়েন্স (ডিজিটাল হেলথ / ডিজিটাল হেলথ অ্যান্ড টেলিমেডিশনে স্পেশালাইজেশন নিয়ে) বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বায়োটেকনোলজি / বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং / বায়োমেডিক্যাল সায়েন্স / লাইফ সায়েন্স / ফিজিয়োলজি / বায়োমেডিক্যালইনস্ট্রু / কম্পিউটার সায়েন্স (ডিজিটাল হেলথ / ডিজিটাল হেলথ অ্যান্ড টেলিমেডিশনে স্পেশালাইজেশন নিয়ে) বিষয়ে বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৪২): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকাট্রনিক্স  বিষয়ে বি.ই / বি.টেক বা বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকাট্রনিক্স বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লায়েড সায়েন্স পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(ত) অন্যান্য টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পদ : (১) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পোস্ট কোড ৪৭৪৩): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং  / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে এম.ই / এম.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৫ বছর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (পে লেভেল ১০) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং  / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৫ বছর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (পে লেভেল ১০) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পোস্ট কোড ৪৭৪৪): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম.ই / এম.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৫ বছর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (পে লেভেল ৮) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ৫ বছর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (পে লেভেল ৮) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) স্পোর্টস অফিসার (পোস্ট কোড ৪৭৪৫): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ জাতীয় / রাজ্য / জেলাস্তরে বা আন্তঃ-বিশ্ববিদ্যালয়স্তরের্ খেলায় অংশগ্রহণ করে থাকতে হবে৷ ইউজিসি নেট পরীক্ষায় পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) মেডিক্যাল অফিসার (পোস্ট কোড ৪৭৪৬): এমডি / এমএস পাশ অথবা এমবিবিএস পাশ সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ অথবা এমবিবিএস পাশ সঙ্গে কোনো হাসপাতালে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ মেডিসিন / চেস্ট ডিজিজ / পেডিয়াট্রিক্স / অবস্টেট্রিক্স / গাইনোকোলজি / ফ্যামিলি মেডিসিন বিষয়ে স্পেশালাইজেশন থাকলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৫) ওয়ার্কশপ ম্যানেজার (পোস্ট কোড ৪৭৪৭): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পাশের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যানেজার (পোস্ট কোড ৪৭৪৮): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমাপাশের পর৫৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৭) ইন্ডাস্ট্রি লায়াসন অফিসার (পোস্ট কোড ৪৭৪৯): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ এম.ই / এম.টেক পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এমবিএ পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৮) সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (পোস্ট কোড ৪৭৫০): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ বা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৯) সফটওয়্যার ইঞ্জিনিয়ার (পোস্ট কোড ৪৭৫১): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ বা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

প্রশাসনিক ও লাইব্রেরি পদ: (১) ডেপুটি রেজিস্ট্রার (পোস্ট কোড ৪৭৫২): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ৯ বছর কাজের অভিজ্ঞতা বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (পোস্ট কোড ৪৭৫৩): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ পে লেভেল ৬ বা তার থেকে বেশি লেভেলের পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) কাউন্সেলর (পোস্ট কোড ৪৭৫৪): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েট ও মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭৫৫): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৫) হিন্দি অফিসার (পোস্ট কোড ৪৭৫৬): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ হিন্দি / ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি / হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ অনুবাদের কাজে বা হিন্দি বিষয়ে শিক্ষকতা / লেখা / সাংবাদিকতার কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার (পোস্ট কোড ৪৭৫৭): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৭) জুনিয়র সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট কোড ৪৭৫৮): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ২, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৮) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি / ফায়ার অফিসার (পোস্ট কোড ৪৭৫৯): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ আর্মড / প্যারা মিলিটারি ফোর্সে জেসিও বা তার থেকে উচ্চপদে কাজের অভিজ্ঞতা থাকা প্রাক্তন সমরকর্মী হতে হবে৷ কোনো অ্যাকাডেমিক / রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৯) ম্যানেজার – ফেসিলিটি (পোস্ট কোড ৪৭৬০): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১০) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৬১): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৬২): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩০ (জেনাঃ ১০, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, ওবিসি শারীরিক প্রতিবন্ধী ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩, প্রাক্তন সমরকর্মী ৩)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১২) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (পোস্ট কোড ৪৭৬৩): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীর ধারাবাহিকভাবে ভালো পরীক্ষার ফল থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১৩) সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৪৭৬৪): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  কম্পিউটার জানা আবশ্যক৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেww.iitj.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি পে লেভেল ১০ ও তার বেশি লেভেলের পদের বেলয় ১০০০ টাকা এবং অন্যান্য পদের বেলায় ৫০০ টাকা জমা দিতে হবে অনলাইনে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.iitj.ac.in/

Get details: Click Here

Share it :