IDBI Bank invites online applications from eligible candidates for the following posts.
Post: Executive, Assistant Manager.
Total vacancy: 1544. Executive: 1044, Assistant Manager: 500.
Eligibility: Graduate.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 17th June, 2022.
…………………………………
আইডিবিআই ব্যাঙ্কে এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১৫৪৪ জন ছেলেমেয়ে নিয়োগ হবে৷ এক্সিকিউটিভ পদে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে এবং আইডিবিআই ব্যাঙ্ক, মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং নিট এডুকেশন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যাঙ্কিং ও ফিনান্সে ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হবে৷ প্রার্থীরা যে কোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ জুন, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৪৪ (জেনাঃ ৪১৮, তঃজাঃ ১৭৫, তঃউঃজাঃ ৭৯, ওবিসি ২৬৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০৪)৷ বেতন: প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ২ বছর বাড়তে পারে৷ ৩ বছর সফলভাবে কাজ করতে পারলে প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে নিয়োগের সুযোগ পাবেন৷ প্রথম বছর প্রতি মাসে ২৯,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৩৪,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
(২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫০০ (জেনাঃ ২০০, তঃজাঃ ১২১, তঃউঃজাঃ ২৮, ওবিসি ১০১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫০৷
কোর্স ফি : প্রার্থীকে কোর্স ফি বাবদ ৩,৫০,০০০ টাকা দিতে হবে৷ এর জন্য আইডিবিআই ব্যাঙ্ক থেকে শিক্ষা ঋণ পাওয়া যাবে৷ বেতন: ট্রেনিং চলাকালীন প্রথম ৯ মাস প্রতি মাসে ২,৫০০ টাকা ও শেষ ৩ মাস প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে কোর্স শেষ করার পর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের সময়ে বেতনক্রম হবে ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.idbibank.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ৪.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০০× ২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১৪০× ৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো/নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০× ২৪০ পিক্সেল/ ৩ সেমি× ৩ সেমি মাপের, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), মূল বিজ্ঞপ্তি অনুযায়ী সাদা কাগজে কালো কালিতে নিম্নলিখিত বয়ানের ডিক্লেয়ারেশন (৮০০× ৪০০ পিক্সেল/ ১০ সেমি×৫ সেমি মাপের, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -‘I, ___ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’৷ দরখাস্ত ফি ১০০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ জিএসটি চার্জ অতিরিক্ত যোগ হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: এক্সিকিউটিভ পদের প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও প্রি রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই, পার্সোনাল ইন্টারভিউ ও প্রি রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের পরীক্ষা হবে এই সমস্ত বিষয়ে – লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০টি প্রশ্ণ, ৬০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ণ, ৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৪০টি প্রশ্ণ, ৪০ নম্বর), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস / কম্পিউটার / আইটি (৬০টি প্রশ্ণ, ৬০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদেরকে ইন্টারভিউতে (১০০ নম্বর) ডাকা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হল – কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.idbi.in
Get details: Click Here