Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

155 OFFICERS IN INDIAN NAVY / নৌবাহিনীতে ১৫৫ অফিসার

JAN 2023 (ST 23) COURSE

Online applications are invited from unmarried eligible men and women candidates for grant short service commission for course commenting January 2023 onward at Indian Naval Academy Ezhimala, Kerala.

Post: Sub Lieutenant.

Total Vacancy: 155.

Eligibility: branch / cadre wise different.

Age limit: branch / cadre wise different.

Last Date of Submit Application: from 25th February to 12th March, 2022.

……………………………………………………………………………………………………

ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এডুকেশন ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চে ১৫৪ জন অবিবাহিত ছেলেমেয়ে নিয়োগ করবে জেনারেল সার্ভিস / হাইড্রো ক্যাডার, ন্যাভাল আর্মামেন্ট ইন্সপেক্টরেট ক্যাডার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, অবজারভার, পাইলট, লজিস্টিক্স, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ ক্যাডার পদে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ২০২২ এর মধ্যে৷

যোগ্যতা অনুযায়ী পদ : (১) জেনারেল সার্ভিস / হাইড্রো ক্যাডার: শূন্যপদ ৪০ (হাইড্রো ক্যাডার ২)৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ বি.ই / বি.টেক পাশ করা ছেলেরা আবেদনের যোগ্য৷ জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি,১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩ -এর মধ্যে৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনের এক্সিকিউটিভ ব্রাঞ্চে৷

(২) ন্যাভাল আর্মামেন্ট ইন্সপেক্টোরেট ক্যাডার: শূন্যপদ ৬৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স / মাইক্রো ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন /  ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার অ্যাপ্লিকেশন / মেটালার্জি / মেটালার্জিক্যাল / কেমিক্যাল / মেটিরিয়াল সায়েন্স / অ্যারো স্পেস / অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে  বি.ই / বি.টেক পাশ অথবা ইলেকট্রনিক্স / ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েটরা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি,১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩ -এর মধ্যে৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনের এক্সিকিউটিভ ব্রাঞ্চে৷

(৩) এয়ার ট্রাফিক কন্ট্রোলার ক্যাডার: শূন্যপদ ৬৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ  বি.ই / বি.টেক পাশ করা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অঙ্ক ও ইংরাজী বিষয়ে ৬০ শতাংশ নম্বর সহ মোট ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷  জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি,১৯৯৮ থেকে ১ জানুয়ারি, ২০০২ -এর মধ্যে৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনের এক্সিকিউটিভ ব্রাঞ্চে৷

(৪) অবজারভার: শূন্যপদ ৮৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ  বি.ই / বি.টেক পাশ করা ছেলেরা আবেদনের যোগ্য৷ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অঙ্ক ও ইংরাজী বিষয়ে ৬০ শতাংশ নম্বর সহ মোট ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷  জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি,১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৪ -এর মধ্যে৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনের এক্সিকিউটিভ ব্রাঞ্চে৷

(৫) পাইলট: শূন্যপদ ১৫৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ  বি.ই / বি.টেক পাশ করা ছেলেরা আবেদনের যোগ্য৷ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অঙ্ক ও ইংরাজী বিষয়ে ৬০ শতাংশ নম্বর সহ মোট ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷  জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি,১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৪ -এর মধ্যে৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনের এক্সিকিউটিভ ব্রাঞ্চে৷

(৬) লজিস্টিকস: শূন্যপদ ১৮৷ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণির এমবিএ পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণীর বি.এসসি/বি.কম/বি.এসসি (আইটি) পাশ সঙ্গে ফিনান্স/লজিস্টিক/সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ মেটিরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণীর এমসিএ/এম.এসসি (আইটি) পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩ -এর মধ্যে৷ শুধুমাত্র ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনের এক্সিকিউটিভ ব্রাঞ্চে৷

(৭) এডুকেশন: এই ব্রাঞ্চে ছেলে ও মেয়ে উভয়ই আবেদনের যোগ্য৷(i) ৬০ শতাংশ নম্বর সহ এম.এসসি (ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স) পাশ ও ম্যাথসে বি.এসসি পাশ হতে হবে৷ শূন্যপদ ৫৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জানুয়ারি, ২০০২৷ (ii) এম.এসসি (ম্যাথস / অপারেশন রিসার্চ): শূন্যপদ ৪৷ ৬০% নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও ফিজিক্স-এ বি.এসসি পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি, ১৯৯৮ থেকে ১ জানুয়ারি, ২০০২৷ (iii) শূন্যপদ ১৷ ৬০% নম্বর সহ কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২৷(iv) শূন্যপদ ১৷ ৬০% নম্বর সহ কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২৷(v) শূন্যপদ ২৷ ৬০% নম্বর সহ ম্যানুফ্যাকচারিং / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং /মেটিরিয়াল সায়েন্সে এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২৷(vi)  শূন্যপদ ২৷ ৬০% নম্বর সহ মেকানিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং/মেকনিক্যাল সিস্টেম ডিজাইন/মেকানিক্যাল ডিজাইনে এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২৷ (vii)  শূন্যপদ ১৷ ৬০% নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন /ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল শাখায় বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জানুয়ারি, ২০০২৷(viii)  শূন্যপদ ১৷ কমপক্ষে ৫০% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে  বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জানুয়ারি, ২০০২৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে এডুকেশন ব্রাঞ্চে৷ এডুকেশন ব্রাঞ্চে আবেদনের জন্য প্রার্থীদের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মোট ৬০ শতাংশ নম্বর ও ইংরাজী বিষয়ে ৬০ শতাংশ নম্বর পাশ হতে হবে৷

(৮) ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) : এই ব্রাঞ্চে ছেলেরা আবেদনের যোগ্য৷ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল/মেকানিক্যাল উইথ অটোমেশন/মেরিন/ইন্সট্রুমেন্টেশন/প্রোডাকশন/অ্যারোনটিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট/কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ অ্যারোস্পেস/অটোমোবাইল/মেটালার্জি/মেকাট্রনিক্স/ইন্সট্রুমেনেটশন অ্যান্ড কন্ট্রোল শাখায় বি.ই/বি.টেক পাশ হতে হবে৷  শূন্যপদ ১৫৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল ব্রাঞ্চে৷

(৯) ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) : এই ব্রাঞ্চে ছেলেরা আবেদনের যোগ্য৷ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইন্সট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন / ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/পাওয়ার ইঞ্জিনিয়ারিং/পাওয়ার ইলেকট্রনিক্স শাখায় বি.ই/বি.টেক পাশ হতে হবে৷  শূন্যপদ ৩০৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে  ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল ব্রাঞ্চে৷

ডিজিসিএ থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স প্রাপ্ত প্রার্থীদের জন্ম তারিখ ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জানুয়ারি ২০০৪ এর মধ্যে হলে তারা পাইলট পদের জন্য আবেদন করতে পারবেন৷ ১ জানুয়ারি, ২০২০ সালের পর ন্যাভাল / আর্মি / এয়ার উইংয়ের এনসিসি’র সি সার্টিফিকেট থাকা প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.joinindiannavy.gov.in  ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণের পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ইন্টারভিউ নেবে সার্ভিস সিলেকশন বোর্ড৷  আরো বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখুন www.joinindiannavy.gov.in৷

Official Websitehttps://www.joinindiannavy.gov.in/

Get DetailsClick Here

Share it :