No.[E-50354] A-10 / 016 / 20 / 2021-TM&SO
Prasar Bharati is inviting applications for engagement as ‘Cost Trainee’ on full time contract basis.
Post: Cost Trainee
Total vacancy: 16
Eligibility: Passed CMA Intermediate Examination conducted by Institute of Cost Accountants of India (ICAI) with at least 60% marks.
Stipend: 1st year of training – Rs. 10000, 2nd year – Rs. 12500, 3rd year – Rs. 15000.
Last date of online application: 30th October, 2021.
……………….
প্রসার ভারতী, নিউ দিল্লি কস্ট ট্রেনি পদে চুক্তির ভিত্তিতে ১৬ জনকে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা : ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ সিএমএ ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ হতে হবে৷ স্টাইপেন্ড : প্রথম বছরের ট্রেনিংয়ে প্রতি মাসে ১০,০০০ টাকা, দ্বিতীয় বছরের ট্রেনিংয়ে প্রতি মাসে ১২,৫০০ টাকা ও তৃতীয় বছরের ট্রেনিংয়ে প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে https://applications.prasarbharati.org ওয়েব লিঙ্কের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর ১ কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://applications.prasarbharati.org
Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Prasar-Bharati-NIA-of-Cost-Trainee.pdf