Advt. No. NIELIT/NDL/MeitY/2021/3
National Institute of Electronics and Information Technology invites online applications for the following post.
Post: Scientist B.
Total vacancy: 16 (UR 11, ST 1, OBC 3, EWS 1).
Eligibility: B.E / B.Tech. / M.E / M.Tech / M.Sc in relevant subject or MCA or DOEACC B-level pass.
Age limit: upto 30 years (as on 18/01/2022).
Salary: 56,100/- to 1,77,500/-.
Last Date of Online Application: 18 January, 2022 upto 5:30 pm.
…………………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ‘সায়েন্টিস্ট বি’ পদে ১৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১৮ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ জানুয়ারি, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: নিম্নলিখিত যে কোনো বিষয়ে বি.ই / বি.টেক বা এম.ই / এম.টেক বা ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাশ বা এএমআইই পাশ বা গ্র্যাজুয়েট আইইটিই বা এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে -ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন,ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট, ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং৷ শূন্যপদ: ১৬৷ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন – ৭ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ১), কম্পিউটার সায়েন্স – ৯ (জেনাঃ ৬, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে https://recruit-delhi.nielit.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজের মধ্যে), ৩.৫ সেমি× ১.৫ সেমি মাপের সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর সই (৫০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের ৪০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র (২৫০ কেবি সাইজের মধ্যে), কাস্ট সার্টিফিকেট, যদি থাকে (২৫০ কেবি সাইজের মধ্যে), ইডব্লুএস সার্টিফিকেট, যদি থাকে (২৫০ কেবি সাইজের মধ্যে), শিক্ষাগত যোগ্যতার (৫০০ কেবি সাইজের মধ্যে), পিডব্লুডি সার্টিফিকেট, যদি থাকে (২৫০ কেবি সাইজের মধ্যে), সচিত্র পরিচয়পত্র (২৫০ কেবি সাইজের মধ্যে)৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ দরখাস্ত পূরণ করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ‘সাবমিটেড সাকসেসফুলি’ লেখা দেখালে বুঝবেন দরখাস্ত সাবমিট হয়েছে৷ ১ জন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই দরখাস্ত করতে পারবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ৩ ঘণ্টা সময় সীমার ১২০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ণ হবে এই সব বিষয়ে -টেকনিক্যাল এরিয়া (সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক) ও জেনেরিক এরিয়া৷ প্রতি প্রশ্ণের মান ১৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা হবে৷ কমপক্ষে ৫০% নম্বর পেলে প্রার্থীদের (ওবিসি প্রার্থীদের বেলায় ৪০% নম্বর, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩০% নম্বর)৷ লিখিত পরীক্ষার কেন্দ্রগুলি হল – কলকাতা, পাটনা, আগরতলা, ব্যাঙ্গালোর, কালিকট, চণ্ডিগড়, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, লক্ষ্ণৌ,মুম্বই৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ইন্টারভিউ দিতে হবে৷ মোট শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে৷ ইন্টারভিউ হবে দিল্লিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website:https://recruit-delhi.nielit.gov.in/
Get details: Click Here