RECRUITMENT DRIVE 2022-23
NVS invites online applications from Indian citizens for recruitment Principal, Post Graduate Teachers, Trained Graduate Teachers of Teachers in Navodaya Vidyalaya Samiti.
Post: Principal, Post Graduate Teachers, Trained Graduate Teachers, Music Teacher, Art Teacher, PET Teacher, Librarian.
Total vacancy: 1616.
Eligibility: Post wise different.
Age Limit: Post wise different.
Pay Scale: Post wise different.
Last Date of Online Application: 22nd July, 2022.
………………………
নবোদয় বিদ্যালয় সমিতি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, মিসলেনিয়াস ক্যাটেগরি টিচার ও প্রিন্সিপাল পদে ১৬১৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার : কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি পাশ বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের গ্র্যাজুয়েট / অনার্স গ্র্যাজুয়েট হতে হবে৷ সিটেট পরীক্ষায় পাশ ও বি.এড পাশ হতে হবে৷ হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করায় দক্ষ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷বিষয় অনুযায়ী শূন্যপদ ও পোস্ট কোড: ইংলিশ (পোস্ট কোড ১৩): ১৪৪ (জেনাঃ ৬১, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ১০, ওবিসি-এনসিএল ৩৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪)৷ হিন্দি (পোস্ট কোড ১৪): ১৪৭ (জেনাঃ ৬১, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১১, ওবিসি-এনসিএল ৩৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪)৷ ম্যাথস (পোস্ট কোড ১৫): ১৬৭ (জেনাঃ ৬৯, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ১২, ওবিসি-এনসিএল ৪৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৬)৷ সায়েন্স (পোস্ট কোড ১৬): ১০১ (জেনাঃ ৪২, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ২৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ সোশ্যাল স্টাডিজ (পোস্ট কোড ১৭): ১২৪ (জেনাঃ ৫২, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ৯, ওবিসি-এনসিএল ৩৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১২)৷ অসমীয়া (পোস্ট কোড ১৮): ৬৬ (জেনাঃ ৩০, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ বোরো (পোস্ট কোড ১৯): ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ গাড়ো (পোস্ট কোড ২০): ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ গুজরাতি (পোস্ট কোড ২১): ৪০ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ কন্নড় (পোস্ট কোড ২২): ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ খাসি (পোস্ট কোড ২৩): ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ মালয়ালম (পোস্ট কোড ২৪): ১১ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মারাঠি (পোস্ট কোড ২৫): ২৬ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ মিজো (পোস্ট কোড ২৬): ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ নেপালি (পোস্ট কোড ২৭): ৬ (জেনাঃ ৫, ওবিসি-এনসিএল ১)৷ ওড়িয়া (পোস্ট কোড ২৮): ৪২ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ পঞ্জাবি (পোস্ট কোড ২৯): ৩২ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ তামিল (পোস্ট কোড ৩০): ২ (অসংরক্ষিত)৷ তেলুগু (পোস্ট কোড ৩১): ৩১ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ উর্দু (পোস্ট কোড ৩২): ৪৪ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(২) পোস্ট গ্র্যাজুয়েট টিচার : কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও বি.এড পাশ হতে হবে৷ হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করায় দক্ষ হতে হবে৷ টিজিটি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ বিষয় অনুযায়ী শূন্যপদ ও পোস্ট কোড: বায়োলজি (পোস্ট কোড ০২): ৪২ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ কেমিস্ট্রি (পোস্ট কোড ০৩): ৫৫ (জেনাঃ ২৪, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ কমার্স (পোস্ট কোড ০৪): ২৯ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ ইকোনমিক্স (পোস্ট কোড ০৫): ৮৩ (জেনাঃ ৩৫, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ ইংলিশ (পোস্ট কোড ০৬): ৩৭ (জেনাঃ ১৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ জিয়োগ্রাফি (পোস্ট কোড ০৭): ৪১ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ হিন্দি (পোস্ট কোড ০৮): ২০ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ হিস্ট্রি (পোস্ট কোড ০৯): ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ ম্যাথস (পোস্ট কোড ১০): ২৬ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ ফিজিক্স (পোস্ট কোড ১১): ১৯ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ কম্পিউটার সায়েন্স (পোস্ট কোড ১২): ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷
(৩) মিউজিক টিচার (পোস্ট কোড ৩৩ ): সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মিউজিক নিয়ে ৫ বছরের ডিগ্রি পাশ হতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট পাশ হতে হবে – গান্ধর্ব মহাবিদ্যালয়ের মণ্ডল, বোম্বে বা লক্ষ্নৌয়ের ভাটখাণ্ডে সঙ্গীত মহাবিদ্যালয়পীঠ বা খৈরাগড়ের ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিশারদ পরীক্ষা, এলাহাবাদের প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে সঙ্গীত প্রভাকর পরীক্ষা অথবা নিম্নলিখিত যে কোনো একটি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে – যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে সঙ্গীত ভূষণ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে সঙ্গীত নৃত্য ভূষণ, উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সঙ্গীত ভূষণ বা সঙ্গীত নৃত্য ভূষণ৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৩ (জেনাঃ ১৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৪) আর্ট টিচার (পোস্ট কোড ৩৪ ): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ড্রয়িং / পেন্টিং / স্কাল্পচার / গ্রাফিক আর্টস / ক্রাফটস-এ ৪ বা ৫ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ফাইন আর্টস / ক্রাফটস- এ ডিগ্রি পাশ হতে হবে অথাব ফাইন আর্টসে বি.এড ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৩ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৫) পিইটি টিচার (পোস্ট কোড : মেল টিচার – ৩৫, ফিমেল টিচার – ৩৬): ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি বা ডি.পি.এড পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : মেল টিচার – ২১ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ ফিমেল টিচার – ৩১ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৬) লাইব্রেরিয়ান (পোস্ট কোড ৩৭): লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে অথবা গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্সে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৩ (জেনাঃ ২৪, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৭) প্রিন্সিপাল (পোস্ট কোড ০১): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ ও বি.এড পাশ হতে হবে৷ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল / অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার পদে ৭ বছর কাজের অভিজ্ঞতা বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার / লেকচারার পদে ৮ বছর কাজের অভিজ্ঞতা বা পিজিটি ও টিজিটি হিসেবে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.navodaya.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই (২০ কেবি) ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি প্রিন্সিপাল পদের বেলায় ২০০০ টাকা, পিজিটি পদের বেলায় ১৮০০ টাকা এবং টিজিটি ও মিসলেনিয়াস ক্যাটেগরি টিচার পদের বেলায় ১৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল – কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হাওড়া, কল্যাণী, সিউড়ি, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.navodaya.gov.in
Get details: Click Here