Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1659 APPRENTICES IN NORTH-CENTRAL RAILWAY / উত্তর-মধ্য রেলে ১৬৫৯

Advt. No. RRC/NCR/01/2022

North Central Railway is going to recruit 1659 trade apprentices.

Posts: Fitter, Welder (Gas and Electric), Mechanic (DSL), Carpenter, Electrician, Stenographer (Hindi), Stenographer (English), Information and communication Technology system Maintenance, Machinist, Plumber, Draughtsman (Civil), Wireman, Operator Electronic Communication, Health Sanitary Inspector, Multimedia & Web Page Designer, MMTM, Painter (General), Crane, Mechanic cum Operator Electronics Communication System.

Total Vacancy: 1659

Prayagraj Mech. Dept. – 364

Prayagraj Elect. Dept. – 339

Jhansi Division – 480

Work Shop Jhansi – 180

Agra Division – 296

Eligibility: SSC/Matriculation/10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks, in aggregate, from recognized Board and must have ITI/National Trade Certificate in relevant trade issued by NCVT/SCVT.

Age limit: 15 to 24 years as on 1st August, 2022

Training period: 1 year

Stipend: As per Govt. rules.

Application fee: Rs. 100 (SC/ST/Women/PwD candidates are exempted)

Last date of online application: 1st August, 2022

………………………………

উত্তর-মধ্য রেলওয়ের বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে ফিটার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), আর্মেচার উইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার (জেনারেল), মেকানিক (ডিএসএল), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইন্টেন্যান্স, ওয়্যারম্যান, প্লাম্বার, মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, এমএমটিএম, ক্রেন, ড্রাফটসম্যান (সিভিল), স্টেনোগ্রাফার (ইংলিশ), স্টেনোগ্রাফার (হিন্দি) ট্রেডে ১৬৫৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২ জুলাই, ২০২২ থেকে ১ আগস্ট, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত আইটিআই সার্টিফিকেট / ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৫ থেকে ২৪ বছর৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

ডিভিশন ও ওয়ার্কশপ অনুযায়ী শূন্যপদ: (১) প্রয়াগরাজ ডিভিশন – মেকানিক্যাল ডিপার্টমেন্ট : মোট শূন্যপদ – ৩৬৪৷ (ক) টেক. ফিটার –  ৩৩৫ (জেনাঃ ১৩৭, তঃজাঃ ৫০, তঃউঃজাঃ ২৫, ওবিসি ৯০, আর্থিকভাবে অনগ্রসর ৩৩)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১০টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৬টি পদ সংরক্ষিত৷ (খ) টেক. ওয়েল্ডার (জি অ্যান্ড ই) –  ১৩ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (গ) টেক. কার্পেন্টার – ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঘ) টেক. পেইন্টার (জেনারেল) –  ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (১) ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট: মোট শূন্যপদ -৩৩৯৷ (ক) টেক. ফিটার – ২৪৬ (জেনাঃ ১০০, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১৮, ওবিসি ৬৬, আর্থিকভাবে অনগ্রসর ২৫)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৭টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ (খ) টেক. ওয়েল্ডার (জি অ্যান্ড ই) – ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (গ) টেক. আর্মেচার উইন্ডার – ৪৭ (জেনাঃ ১৭, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ এর মধ্যে একটি পদ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ (ঘ) টেক. কার্পেন্টার – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঙ) টেক. ক্রেন – ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (চ) টেক. মেশিনিস্ট – ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ছ) টেক. পেইন্টার (জেনারেল) – ৭ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (জ) টেক. ইলেকট্রিশিয়ান – ২ (অসংরক্ষিত)৷

(২) ঝাঁসি ডিভিশন – মোট শূন্যপদ – ৪৮০৷ (ক) ফিটার – ২৮৬ (জেনাঃ ১১৮, তঃজাঃ ৪২, তঃউঃজাঃ ২১, ওবিসি ৭৭, আর্থিকভাবে অনগ্রসর ২৮)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৯টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৯টি পদ সংরক্ষিত৷ (খ) ওয়েল্ডার (জি এন্ড ই)- ১১ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (গ) মেকানিক (ডিএলএস)-  ৮৪ (জেনাঃ ৩৬, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ (ঘ) কার্পেন্টার – ১১ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঙ) ইলেকট্রিশিয়ান – ৮৮ (জেনাঃ ৩৮, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৩, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷

(৩) ওয়ার্কশপ ঝাঁসি : মোট শূন্যপদ – ১৮০৷ (ক) ফিটার – ৮২ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৩, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ (খ) ওয়েল্ডার – ৪৬ (জেনাঃ ১৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (গ) এমএমটিএম – ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঘ) মেশিনিস্ট – ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঙ) পেইন্টার – ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (চ) ইলেকট্রিশিয়ান – ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ছ) স্টেনোগ্রাফার (হিন্দি) – ৩ (জেনাঃ ২,  আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৪) আগ্রা ডিভিশন: মোট শূন্যপদ – ২৯৬৷ (ক) ফিটার – ৮০ (জেনাঃ ৩৬, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ (খ) ইলেকট্রিশিয়ান – ১২৫ (জেনাঃ ৫৭, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩৪, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪টি পদ  ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ (গ) ওয়েল্ডার – ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (ঘ) মেশিনিস্ট –  ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঙ) কার্পেন্টার – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (চ) পেইন্টার – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (ছ) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইন্টেন্যান্স –  ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ (জ) প্লাম্বার – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ (ঝ) ড্রাফটসম্যান (সিভিল) – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঞ) স্টেনোগ্রাফার (ইংলিশ) – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ (ট) ওয়্যারম্যান – ১৩ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঠ) মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন – ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ড) হেলথ স্যানিটারি ইন্সপেক্টর – ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (ঢ) মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের ও ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনে www.rrcpryj.org  ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ রেজিস্ট্রেশনের সময় ১২ ডিজিটের আধার কার্ডের নম্বর দিতে হবে, যারা আধার কার্ড পাননি তার ২৮ ডিজিটের আধার এনরোলমেন্ট নম্বর দেবেন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৩.৫ সেমি × ৩.৫ সেমি মাপের রঙিন ছবি (২০ থেকে ৭০ কেবি সাইজ) ও ৩.৫ সেমি× ৩.৫ সেমি মাপের সই (২০ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় নিম্নলিখিত নথিপত্রগুলি ৫০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে – দশম শ্রেণির মার্কশিট, জন্মের প্রমাণপত্র, আইটিআইয়ের প্রতি সেমেস্টারের মার্কশিট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.rrcpryj.org

Official Notification: click here

Apply online: click here

Share it :