Advertisement No.06/Grade A/2019-20
National Bank for Agriculture and Rural Development (NABARD) invites applications for the following posts.
Post: Assistant Manager in Grade A
Total vacancy: 168. RDBS- 161, Rajbhasha- 7
Eligibility: Graduate, Post-Graduate in relevant disciplines.
Age: Between 21 and 30 years of age as on 01-07-2022, i.e., the candidate must have been born not earlier than 02-07-1992 and not later than 01-07-2001
Salary: Rs. 28,150 – Rs. 55,600
Last Date of Online Application: 7th August, 2022
……………………………
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড -এ) পদে ১৬৮ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২২-এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯২ থেকে ১ জুলাই, ২০০১-এর মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর, ওবিসি হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম ২৮,১৫০ টাকা থেকে ৫৫,৬০০ টাকা৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আরডিবিএস) – (১) জেনারেল: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) পোস্ট গ্র্যাজুয়েট, এমবিএ / পিজিডিএম বা সিএ / সিএস / আইসিডব্লুএ বা পিএইচডি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৮০ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷
(২) ফিন্যান্স: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) ফিন্যান্স / ব্যাঙ্কিংয়ে বিবিএ বা বিএমএস পাশ হতে হবে বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) ফিন্যান্স বিষয়ে দুই বছরের ফুল টাইম পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট / এমবিএ পাশ হতে হবে বা কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) বা ফিন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট বা যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে আইসিএআই / সিএফএ মেম্বারশিপ থাকতে হবে বা যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে এসিএমএ / এফসিএমএ ও আইসিডব্লুএ মেম্বারশিপ থাকতে হবে৷ শূন্যপদ: ৩০ (জেনাঃ ১১, তঃজাঃ ৫, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(৩) কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজি: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(৪) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং শাখায় পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৫) ফিশারিজ: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) ফিশারিজ সায়েন্সে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) ফিশারিজ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷
(৬) ফরেস্ট্রি: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) ফরেস্ট্রি বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) ফরেস্ট্রি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(৭) ল্যান্ড ডেভেলপমেন্ট / সয়েল সায়েন্স: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) এগ্রিকালচার / এগ্রিকালচার (সয়েল সায়েন্স / অ্যাগ্রোনমি) বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) এগ্রিকালচার / এগ্রিকালচার (সয়েল সায়েন্স / অ্যাগ্রোনমি) বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৮) প্ল্যান্টেশন / হর্টিকালচার: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) হর্টিকালচার বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) হর্টিকালচার বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷
(৯) সিভিল ইঞ্জিনিয়ারিং: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(১০) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং / সায়েন্স: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) এনভায়রনমেন্টাল সায়েন্স / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) এনভায়রনমেন্টাল সায়েন্স / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২)৷
(১১) এগ্রিকালচার মার্কেটিং / এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) এগ্রিকালচার মার্কেটিং / এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) এগ্রিকালচার মার্কেটিং / এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(১২) ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) সোশ্যাল ওয়ার্ক / ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট / ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে গ্র্যাজুয়েট বা কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর) সোশ্যাল ওয়ার্ক / ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট / ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা রুরাল ডেভেলপমেন্ট / রুরাল ম্যানেজমেন্ট / ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট / ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে কমপক্ষে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(খ) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাজভাষা): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) হিন্দি এবং ইংরেজি বিষয়সহ ব্যাচেলর ডিগ্রি এবং হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দি অনুবাদে পিজি ডিপ্লোমা পাশ হতে হবে বা কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) ইংরেজি অন্যতম বিষয় সহ হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি বা কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর) হিন্দি অন্যতম বিষয়সহ ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীকে হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দি অনুবাদে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nabard.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (সাইজ ২০ কেবি থেকে ৫০ কেবির মধ্যে, ২০০×২৩০ পিক্সেলস), সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই (সাইজ ১০ কেবি থেকে ২০ কেবি, ১৪০×৬০ পিক্সেলস), সাদা কাগজে কালো / নীল কালিতে দেওয়া প্রার্থীর বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (সাইজ ২০ কেবি থেকে ৫০ কেবি, ৩ সেমি× ৩ সেমি), সাদা কাগজে কালো কালিতে লেখা ডিক্লেয়ারেশন “I………………….(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required” (সাইজ ৫০ কেবি থেকে ১০০ কেবি, ১০ সেমি× ৫ সেমি) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৮০০ টাকা (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ১৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (প্রিলিমিনারি ও মেইন) ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হল- কলকাতা / বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৭ সেপ্টেম্বর, ২০২২৷ পশ্চিমবঙ্গের মেইন পরীক্ষার কেন্দ্র হল কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.nabard.org
Official Notification: click here
Apply Online: click here