Advt. No. PGDAVE/NT/2022/01
PGDAV College (evening) invites online applications for the following posts.
Post: Administrative Officer, Librarian, Senior Personal Assistant, Senior Technical Assistant, Semi Professional Assistant, Assistant, Junior Assistant, Library Assistant, Library Attendant, Computer Laboratory Attendant.
Total vacancy: 17. Administrative Officer: 1, Librarian: 1, Senior Personal Assistant: 1, Senior Technical Assistant: 1, Semi Professional Assistant: 1, Assistant: 3, Junior Assistant: 3, Library Assistant: 1, Library Attendant: 4, Computer Laboratory Attendant: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 10th August, 2022.
……………………………….
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পিজিডিএভি কলেজে (সান্ধ্য) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেমি প্রফেসনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, কম্পিউটার ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট পদে ১৭ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ আগস্ট, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ কোনো সরকারি সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা, এলএলবি / এমবিএ / এমসিএ / সিএ / আইসিডব্লুএ / এম.ফিল / পিএইচ.ডি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২) লাইব্রেরিয়ান: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / ওবিসি এনসিএল প্রার্থীরা ৫ শতাংশ নম্বর ছাড় পাবেন) লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ ইউজিসি পরিচালিত ন্যাশনাল লেভেল টেস্ট পাশ হতে হবে৷ কোনো সরকারি সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা, এলএলবি / এমবিএ / এমসিএ / সিএ / আইসিডব্লুএ / এম.ফিল / পিএইচ.ডি পাশ হলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা৷
(৩) সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়ে বা স্বশাসিত সংস্থায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রাইভেট সেক্রেটারি, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৪০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৫৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন / সায়েন্সে ডিগ্রি / ডিপ্লোমা পাশ, অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিসে ডিপ্লোমা পাশ হলে ও সরকারের বিভিন্ন নিয়ম নীতি সম্পর্কে জ্ঞান থাকলে ভালো হয়৷বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৪) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) / এমসিএ পাশের পর সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৫) সেমি প্রফেসনাল অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৬) অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(৭) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকলে ভালো হয়৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৮) লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৯) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ২)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১০) কম্পিউটার ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://dunt.uod.ac.in (লাইব্রেরিয়ান পদ ব্যতীত) ওhttps://rec.uod.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.pgdavevecollege.in ওয়েবসাইট৷
Official website: https://pgdavevecollege.in/
Get details: Click Here