Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

17 PA/STENOGRAPHER IN CALCUTTA HIGHCOURT / কলকাতা হাইকোর্টে ১৭ পিএ / স্টেনোগ্রাফার

ADVT. NO.  1582 – RG

Calcutta High Court invites applications for the following post.

Post: PA / Stenographer.

Total vacancy: 17 (UR: 5, UR EC: 3, UR PWD: 1, SC: 3, SC EC: 1, ST: 1, OBC A: 1, OBC A EC: 1, OBC B: 1).

Eligibility:  A pass in the Higher Secondary Examination. Speed in Shorthand and Type writing @ 120 w.p.m. and 30 w.p.m.respectively.  Knowledge in basic computer application.

Age: 18 to 32 Years (as on 01/01/2022).

Salary: 32,500/- and other allowances.

Last Date of Submission Application: 12th April, 2022 till 4:30 pm.

…………………………………………………………………

কলকাতা হাইকোর্ট ‘পিএ / স্টেনোগ্রাফার’ পদে ১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে (রাজ্যের তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ দরখাস্ত করতে পাঠাতে হবে ১২ এপ্রিল, ২০২২ বিকেল সাড়ে ৪টের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার গতি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷  শূন্যপদ:  ১৭ (জেনাঃ ৫, জেনাঃ ইসি ৩, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৩, তঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ১)৷ বেতনক্রম: ৩২,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে একটি লিগ্যাল সাইজের (৮.৫ ইঞ্চি× ১৪ ইঞ্চি) সাদা কাগজের একদিকে নিম্নলিখিত বয়ানে হাতে লিখে বা টাইপ করে -1) Full name of the candidate (in capital letters), 2) Father’s/Husband’s Name, 3) Category, 4) Date of Birth, 5) Actual age as on 01.01.2022,6) Address (Present and Permanent, along with PIN code), 7) Telephone/Mobile number (Mandatory), 8) E-mail id (Mandatory), 9) Educational Qualification, 10) Other Qualification, 11) Knowledge in Computer, 12) Speed in Shorthand and Typewriting, 13) Whether belongs to S.C./ S.T./ O.B.C (A)/O.B.C. (B)/ Persons with Disabilities (Blindness/low vision), 14) Whether belongs to Exempted category, if yes, mention the Identity Card Number issued from the Labour Deptt. Govt. of West Bengal, 15) Present employment status, if any (with date of initial joining supported, by NOC), 16) Nationality, 17) Details of depositing application fees i.e. Indian Postal Order No., Date and Amount৷ দরখাস্তের নিচে প্রার্থীদের পুরো সই করে দিতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের ২ কপি রঙিন ছবি সই করে ১ কপি দরখাস্তের উপরে ডানদিকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে ও অপর কপিটি দরখাস্তের সঙ্গে স্টেপল করে দিতে হবে৷ দরখাস্তের ফি ৮০০ টাকা (রাজ্যের তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ আইপিও করতে হবে‘Registrar General, High Court, Calcutta (payable at GPO, Calcutta)’-এর অনুকূলে যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও নিজের নাম-ঠিকানা লেখা ২৫ সেমি× ১১ সেমি মাপের একটি খাম (৪৫ টাকার ডাকটিকিট লাগানো) জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -রেজিস্ট্রার জেনারেল, কলকাতা হাইকোর্ট৷ খামের উপর আবেদন করা পদের নাম ও নিজের ক্যাটেগরি উল্লেখ করে দিতে হবে৷ প্রার্থী বাছাই হবে শর্টহ্যান্ড ও টাইপিং টেস্টের মাধ্যমে অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.calcuttahighcourt.gov.in/

Get detailsClick Here

 

Share it :