Advertisement Ref. No.: MDL/HR- TA-CC-MP/98/2024
Online applications are invited from Indian Nationals for various non executive posts.
Post: various.
Total vacancy: 176.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 1st October, 2024.
…………………………………………..
মাজাগন ডকে ১৭৬ নন–এক্সিকিউটিভ
মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড এসি রেফ্রিজারেশন মেকানিক, চিপার গ্রাইন্ডার, কমপ্রেসো অ্যাটেন্ড্যান্ট, ডিজেল কাম মোটর মেকানিক, ড্রাইভার, ইলেকট্রিক ক্রেন অপারেটর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ড্রাফটসম্যান (মেকানিক্যাল), জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (মেকানিক্যাল), জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল), জুনিয়র প্ল্যানার এস্টিমেটর (সিভিল), মিলরাইট মেকানিক, পেন্টার, পাইপ ফিটার, রিগার, স্টোর কিপার, স্ট্রাকচারাল ফ্যাব্রিকেটর, ফায়ার ফাইটার, সেইল মেকার, সিকিউরটি সিপাই, ইউটিলিটি হ্যান্ড (সেমি স্কিলড), মাস্টার ফার্স্ট ক্লাস পদে ১৭৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ৩ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে সর্বাধিক ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷ বয়স: ১ সেপ্ঢেম্বর, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে৷ মাস্টার ফার্স্ট ক্লাস পদের বেলায় ৪৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ অক্টোবর, ২০২৪ এর মধ্যে৷
যোগ্যতা: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং / মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং / মেকানিক (সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট, ইন্ডাস্ট্রিয়াল কুলিং অ্যান্ড প্যাকেজ এয়ার কন্ডিশনিং) / মেকানিক (কোল্ড স্টোরেজ, আইস প্লান্ট অ্যান্ড আইস ক্যান্ডি প্লান্ট) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অথবা যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মিলরাইট মেকানিক / মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ডিজেল মেকানিক (ডিজেল) / মেকানিক (মেরিন ডিজেল) / মোটর ভেহিকেল মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর ড্রাইভার কাম ফিটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে অথবা নৌবাহিনী / বিমানবাহিনী বা সেনাবাহিনীর ক্লাস ওয়ান পরীক্ষা পাশের পর ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই হালকা ও ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ অথবা ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ থাকতে হবে৷ অথবা ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ইলেকট্রনিক মেকানিক / মেকানিক রেডিয়ো অ্যান্ড র্যাডার এয়ারক্রাফট / মেকানিক টেলিভিশন (ভিডিয়ো) / মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম / মেকানিক কমিউনিকেশন ইক্যুইপমেন্ট মেন্টেন্যান্স / মেকানিক রেডিয়ো অ্যান্ড টিভি / ওয়েপন অ্যান্ড র্যাডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ফিটার / মেরিন ইঞ্জিনিয়ার ফিটার / শিপরাইট (স্টিল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অন্য ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ প্রার্থীরা যদি শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ফিটার পদে ১ বছর বা তার বেশি কাজ করে থাকেন তবে তারাও আবেদন করতে পারবেন৷ অথবা হিন্দি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দি ভাষায় অনুবাদের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার ও টাইপ জানা আবশ্যক৷ অথবা ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা মেকানিক্যাল / মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / শিপবিল্ডিং / অ্যালায়েড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমাপাশ হতে হবে৷ অথবা ইলেকট্রিক্যাল / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / অ্যালায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমাপাশ হতে হবে৷ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমাপাশ হতে হবে৷ অথবা মিলরাইট মেকানিক মেন্টেন্যান্স / মেকানিক অ্যাডভান্সড মেশিন টুল মেন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা পেন্টার / মেরিন পেন্টার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা পাইপ ফিটার / প্লাম্বার / ফিটার / মেরিন ইঞ্জিনিয়ার ফিটার / শিপরাইট (স্টিল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রিগার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অথবা মেকানিক্যাল / শিপবিল্ডিং / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ মেটিরিয়াল ম্যানেজমেন্টের কোর্স পাশ ও কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ অথবা স্ট্রাকচারাল ফ্যাব্রিকেটর / ফ্যাব্রিকেটর ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর ফায়ার ফাইটিং এর কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর ড্রাইভার কাম ফিটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে অথবা নৌবাহিনী / বিমানবাহিনী বা সেনাবাহিনীর ক্লাস ওয়ান পরীক্ষা পাশের পর ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বৈধ বাণিজ্যিং ড্রাইভিং লাইসেন্স থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ অথবা যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি হ্যান্ড হিসেবে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কাটিং অ্যান্ড টেলারিং / কাটিং অ্যান্ড সিউয়িং ড্রেস মেকিং / সিউয়িং টেকনোলজি / টেলর ট্রেডে আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড / মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট কর্তৃক ফার্স্ট ক্লাস মাস্টারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সাঁতার জানা আবশ্যক৷ ইন্ডিয়ান নেভিতে ১৫ বছর কাজ করা প্রার্থীদের যদি ফার্স্ট ক্লাস মাস্টারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকে তবে তারাও আবেদনের যোগ্য (পদ অনুযায়ী বিভিন্ন)৷
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে www.mazagondock.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৩৫৪ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://mazagondock.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৮/৯/২০২৪)।





