Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

177 ASHA WORKERS IN MALDA DISTRICT / মালদা জেলায় ১৭৭ আশা কর্মী

Notification No. 1245/SDO/CHL/HEALTH/ASHA

Notification No. 1690-XIV/1/2022-23

Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in Sadar sub-division & Chanchal sub-division of Malda district.

Post: ASHA Workers

Total Vacancy: 177 (Sadar sub-division- 108 & Chanchal sub-division- 69)

Eligibility: Appeared in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.

Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 1st July, 2022.

Last Date of Receipt of Application: Sadar sub-division- 16th July, 2022. Chanchal sub-division- 18th July, 2022.

……………………………………

মালদা জেলায় দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সদর মহকুমা ও চাঁচল মহকুমায় ১৭৭ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে সদর মহকুমার ক্ষেত্রে ১৬ জুলাই, ২০২২-এর মধ্যে ও চাঁচল মহকুমার ক্ষেত্রে ১৮ জুলাই, ২০২২-এর মধ্যে৷ যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ বা উত্তীর্ণ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷

মহকুমা ও ব্লক অনুযায়ী শূন্যপদ: (ক) সদর মহকুমা: (১) মানিকচক ব্লক- ১৪, (২) ইংলিশবাজার ব্লক- ১২, (৩) ওল্ড মালদা ব্লক- ৬, (৪) গাজোল ব্লক- ১৭, (৫) হাবিবপুর ব্লক- ১১, (৬) কালিয়াচক-I ব্লক- ২০, (৭) কালিয়াচক-II ব্লক- ৯, (৮) কালিয়াচক-III ব্লক- ১৪, (৯) বামনগোলা ব্লক- ৫৷  (খ) চাঁচল মহকুমা: (১) চাঁচল-I ব্লক- ৮, (২) চাঁচল-II ব্লক-  ৭, (৩) হরিশচন্দ্রপুর-I ব্লক- ১০,  (৫) হরিশচন্দ্রপুর-II ব্লক- ১৮, (৬) রতুয়া-I ব্লক- ১৭, (৭) রতুয়া-II ব্লক- ৯৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.malda.gov.in ওয়েবসাইটে প্রদত্ত “Application for the post of ASHA for Chanchal Sub-Division” (চাঁচল মহকুমার ক্ষেত্রে) বা “Application for the post of ASHA for Sadar Sub-Division” (সদর মহকুমার ক্ষেত্রে)  লিংকের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এবং গ্রেড-১ ও গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা / প্রশিক্ষণপ্রাপ্ত ধাই / লিংক ওয়ার্কারগণের অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) যাচাই-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.malda.gov.in

Official Notifications:

Sadar sub-division- click here

Chanchal sub-division- click here

Share it :