Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

177 DEVELOPMENT ASSISTANTS IN NABARD / নাবার্ডে ১৭৭ অ্যাসিস্ট্যান্ট

National Bank for Agriculture and Rural Development invites applications for the following posts.

Post: Development Assistant, Development Assistant (Hindi)

Total vacancy: 177

Eligibility:  Development Assistant – The candidate should be graduate from a recognized university in any discipline with a minimum of 50% marks in the aggregate. Development Assistant (Hindi) – The candidate should be graduate  in Hindi or English as a compulsory or elective subject from a recognized university with a minimum of 50% marks in the aggregate or graduate  in Hindi or English as a main subject from a recognized university with a minimum of 50% marks in the aggregate.

Age:  21-35 years as on 01/09/2022.

Gross Emoluments:  Rs. 32,000

Last Date of Online Application:  10/10/2022

…………………………….

ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) পদে ১৭৭ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ বেতন : প্রায় ৩২,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ সেপ্টেম্বর, ২০২২ থেকে ১০ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ব্যাচেলর ডিগ্রি পাশ হলেই আবেদন করা যাবে৷ শূন্যপদ: ১৭৩ (জেনাঃ ৮০, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪৬, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷

(২) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর নিয়ে ইংরাজি / হিন্দি মাধ্যমে হিন্দি ও ইংরাজি আবশ্যিক / ঐচ্ছিক বিষয় সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ব্যাচেলর ডিগ্রি পাশ হলেই আবেদন করা যাবে৷ অথবা কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর নিয়ে হিন্দি ও ইংরাজি প্রধান বিষয় সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ব্যাচেলর ডিগ্রি পাশ হলেই আবেদন করা যাবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১)৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nabard.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.nabard.org

Official Notification: Click Here

Share it :