Advt. No. 02/2022
Online applications are invited for the following posts in NTPC Limited.
Post: Mining Sirdar, Mining Overman.
Total vacancy: 177. Mining Sirdar 103, Mining Overman 74.
Eligibility: post wise different.
Age limit: within 57 years.
Salary: post wise different.
Last Date of Online Application: 15th March, 2022.
………………………………………………………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি লিমিটেডে মাইনিং ওভারম্যান ও মাইনিং সিরদার পদে ১৭৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ ৩ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে৷ বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ মার্চ, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাইনিং সিরদার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা সিরদারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সেন্ট জনস অ্যাম্বুল্যান্স অ্যাসোসিয়েশন থেকে বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর কোনো কয়লা খনিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কয়লা খনি অনুযায়ী শূন্যপদ: পাকরি বারওয়াডি / পিবি-এনডব্লু / বাদাম: ৩৭ (জেনাঃ ১৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ চাট্টি বারিয়াটু / কেরান্দারি: ২০ (জেনাঃ ১৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৪, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ দুলাঙ্গা: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ তালাইপাল্লি: ৩৭ (জেনাঃ ১৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
(২) মাইনিং ওভারম্যান: মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা ওভারম্যানের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সেন্ট জনস অ্যাম্বুল্যান্স অ্যাসোসিয়েশন থেকে বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর কোনো কয়লা খনিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কয়লা খনি অনুযায়ী শূন্যপদ: পাকরি বারওয়াডি / পিবি-এনডব্লু / বাদাম: ২১ (জেনাঃ ১৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৫, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ চাট্টি বারাইটু / কেরান্দারি: ২৪ (জেনাঃ ১৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৫, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ দুলাঙ্গা: ৩ (অসংরক্ষিত)৷ তালাইপাল্লি: ২৬ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৮, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://www.careers.ntpc.co.in বাwww.ntpc.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ অফলাইনে টাকা জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিম্নলিখিত অ্যাকাউন্টে —Name-NTPC, A/C No. 30987919993, at CAG Branch, New Delhi (code 09996) তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষার কেন্দ্রগুলি হল — রাঁচি, রায়পুর, ভুবনেশ্বর৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত দু’টি ওয়েবসাইট৷
Official website: https://www.ntpc.co.in/en/careers