Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1770 APPRENTICES IN IOCL

Advertisement Nos.- Guwahati- GR/P/APP/2024-25; Barauni-BR/HR/APPR/2024-25; Gujarat-JR/01/2024-25; Haldia-HR/RECTT/01/2024- 25(APP); Mathura-MR/HR/APP/2025; Panipat Refinery & Petrochemical Complex (PRPC)-PR/P/Apprentice/57(2024-25); Digboi-AODDR/TA-2025; Bongaigaon-BGR/Appr/2025/01; Paradip–PDR/HR/01/Apprentices-25

Indian Oil Corporation Limited is inviting applications for the recruitment to the following posts at its various Refinery units.

Post: Trade Apprentice, Technician Apprentice.

Total Vacancy: 1770

Eligibility: XII, Diploma, Certificate, Graduation

Age limit: Minimum 18 years and maximum age shall be 24 years as on 31-05-2025.

Training Period: 12-24 months

Stipend: As per Govt. rules.

Last date of Online Application: 2/6/2025 till 5 pm

…………………………………………………………………………………………………………….

ইন্ডিয়ান অয়েলে ১৭৭০ অ্যাপ্রেন্টিস

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া-সহ নয়টি রিফাইনারি ইউনিটে ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ১৭৭০ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ৩১ মে, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ সরকারি নিয়মানুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত জমা করতে হবে ২ জুন, ২০২৫ বিকাল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ডিসিপ্লিন – কেমিক্যাল (কোড 101): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) ফিজিক্স, ম্যাথেমেটিক্স, কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয় নিয়ে ৩ বছরের বিএসসি পাশ হতে হবে৷

(২) ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) ডিসিপ্লিন – মেকানিক্যাল (কোড 102): মাধ্যমিক পাশ ও ফিটার ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷

(৩) ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়লার) ডিসিপ্লিন – মেকানিক্যাল (কোড 103) : কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) ফিজিক্স, ম্যাথেমেটিক্স, কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয় নিয়ে ৩ বছরের বিএসসি পাশ হতে হবে৷

(৪) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – কেমিক্যাল (কোড :১০৪) : কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলোজি / রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷

(৫) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – মেকানিক্যাল (কোড 105) : কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷

(৬) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – ইলেকট্রিক্যাল (কোড 106) : কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷

(৭) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – ইনস্ট্রুমেন্টেশন (কোড 107): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্েন্টাল ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷

(৮) ট্রেড অ্যাপ্রেন্টিস-সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (কোড 108): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) ৩ বছরের বিএ / বিএসসি / বিকম পাশ হতে হবে৷

(৯) ট্রেড অ্যাপ্রেন্টিস-অ্যাকাউন্ট্যান্ট (কোড 109): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) ৩ বছরের বিকম পাশ হতে হবে৷

(১০) ট্রেড অ্যাপ্রেন্টিস-ডেটা এন্িন্ট অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) (কোড 110) : কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷

(১১) ট্রেড অ্যাপ্রেন্টিস-ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার্স) (কোড  111) : কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫ শতাংশ) উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ‘ডোমেস্টিক ডাটা এন্ট্রি’ বিষয়ে স্কিল সার্টিফিকেট থাকতে হবে৷

আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

Official Websitewww.iocl.com

Official NotificationCLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৫/২০২৫)

Share it :

Leave a Reply