Notice No. SER/P-HQ/RRC/PERS/ACT APPRENTICES/2022-23
Railway Recruitment Cell, South Eastern Railway is inviting applications to recruit Apprentices.
Posts: Trade Apprentice
Total Vacancy: 1785
Eligibility: Matriculation (Matriculate or 10th class in 10+2 examination system) from a recognized Board with minimum 50% marks in aggregate (excluding additional subjects) and an ITI Pass certificate (in the trade in which Apprenticeship is to be done) granted by the NCVT/SCVT.
Age limit: 15 to 24 years as on 1/1/2023.
Stipend: As per rules
Application fee: Rs. 100 (SC/ST/PwBD/Women candidates are exempted)
Last date of online application: 2/2/2023 till 5pm
………………….
দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ওয়ার্কশপ, খড়গপুর ডিভিশন, চক্রধরপুর ডিভিশন, আর্দ্র ডিভিশন, রাঁচি ডিভিশন ও সিনি ওয়ার্কশপে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), মেকানিক (ডিজেল), মেশিনিস্ট, পেইন্টার (জি), রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক, কেবল জয়েন্টার / ক্রেন অপারেটর, ওয়েল্ডার (জি/ই), কার্পেন্টার, পেইন্টার, ওয়্যারম্যান, উইন্ডার (আর্মেচার), লাইনম্যান, ট্রিমার, এমএমটিএম (মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স), ফরজার অ্যান্ড হিট ট্রিটার ট্রেডে ১৭৮৫ জন ‘অ্যাপ্রেন্টিস’ নিয়োগ করা হবে ৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২ ফেব্রুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত আইটিআই পাশ হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
ওয়ার্কশপ / প্রতিষ্ঠান ও ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) খড়গপুর ওয়ার্কশপ : মোট শূন্যপদ ৩৬০ (জেনাঃ ১৮২, তঃজাঃ ৫৩, তঃউঃজাঃ ২৭, ওবিসি ৯৮)৷ (ক) ফিটার : ১০০ (জেনাঃ ৫১, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৭)৷ (খ) টার্নার : ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ (গ) ইলেকট্রিশিয়ান : ৮০ (জেনাঃ ৪০, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২)৷ (ঘ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই) : ৭০ (জেনাঃ ৩৫, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৬, ওবিসি ১৯)৷ (ঙ) মেকানিক (ডিজেল) : ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯)৷ (চ) মেশিনিস্ট ২৭ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭)৷ (ছ) পেইন্টার (জি) : ১৮ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫)৷ (জ) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক : ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১১টি পদ সংরক্ষিত৷
(২) সিগন্যাল অ্যান্ড টেলিকম (ওয়ার্কশপ) / খড়গপুর: মোট শূন্যপদ ৮৭ (জেনাঃ ৪৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৫)৷ (ক) ইলেকট্রিশিয়ান : ৪৭ (জেনাঃ ২৪, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩)৷ (খ) ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক : ৩৬ (জেনাঃ ১৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০)৷ (গ) পেইন্টার (জি) : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (ঘ) কেবল জয়েন্টার / ক্রেন অপারেটর : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷
(৩) ট্র্যাক মেশিন ওয়ার্কশপ / খড়গপুর: মোট শূন্যপদ ১২০ (জেনাঃ ৫৯, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩৩)৷ (ক) ফিটার : ৫৪ (জেনাঃ ২৭, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫)৷ (খ) ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক : ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮)৷ (গ) মেকানিক (ডিজেল) : ২৫ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭)৷ (ঘ) ওয়েল্ডার (জি / ই) : ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷
(৪) এসএসই (ওয়ার্কস) / ইএনজিজি / খড়গপুর: মোট শূন্যপদ ২৮ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮)৷ (ক) কার্পেন্টার : ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (খ) পেইন্টার : ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৫) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো / খড়গপুর : মোট শূন্যপদ ১২১ (জেনাঃ ৬২, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩৩)৷ (ক) ফিটার : ৭০ (জেনাঃ ৩৬, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৯)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই) : ৪০ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১)৷ (গ) কার্পেন্টার : ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ (ঘ) পেইন্টার : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (ঙ) টার্নার : ১ (অসংরক্ষিত)৷ (চ) মেশিনিস্ট : ১ (অসংরক্ষিত)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷
(৬) ডিজেল লোকো শেড / খড়গপুর : মোট শূন্যপদ ৫০ (জেনাঃ ২৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২)৷ (ক) ফিটার : ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (খ) ইলেকট্রিশিয়ান : ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (গ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই) : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঘ) মেকানিক (ডিজেল) : ২৩ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ (ঙ) পেইন্টার (জি) : ১ (অসংরক্ষিত)৷ (চ) কেবল জয়েন্টার / ক্রেন অপারেটর : ১ (অসংরক্ষিত)৷ (ছ) কার্পেন্টার : ১ (অসংরক্ষিত)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৭) সিনিয়র ডিইই (জি) / খড়গপুর: মোট শূন্যপদ ৯০ (জেনাঃ ৪৬, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৪)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮)৷ (খ) মেকানিক (ডিজেল): ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (গ) ওয়ারম্যান: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (ঘ) উইন্ডার (আর্মেচার): ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (ঘ) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (ঙ) লাইনম্যান: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷
(৮) টিআরডি ডিপো / ইলেকট্রিক্যাল / খড়গপুর: মোট শূন্যপদ ৪০ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ওবিসি ১০)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (খ) ফিটার: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৯) ইএমইউ শেড / ইলেকট্রিক্যাল / টিপিকেআর: মোট শূন্যপদ ৪০ (জেনাঃ ২০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ১২)৷ (ক) ফিটার: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (গ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ১০ (জেনাঃ ৫ তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (ঘ) মেশিনিস্ট: ১০ (জেনাঃ ৫ তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(১০) ইলেকট্রিক লোকো শেড / সাঁতরাগাছি: মোট শূন্যপদ ৩৬ (জেনাঃ ১৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ১০)৷ (ক) ফিটার: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (গ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ (ঘ) মেশিনিস্ট: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(১১) সিনিয়র ডিইই (জি) / চক্রধরপুর: মোট শূন্যপদ ৯৩ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৫)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ৩৪ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ৯)৷ (খ) মেকানিক (ডিজেল): ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (গ) ওয়্যারম্যান: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (ঘ) উইন্ডার (আর্মেচার): ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (ঙ) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (চ) লাইনম্যান: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷
(১২) ইলেকট্রিক ট্রাকশন ডিপো / চক্রধরপুর: মোট শূন্যপদ ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৮)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (খ) ফিটার: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(১৩) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো / চক্রধরপুর: মোট শূন্যপদ ৬৫ (জেনাঃ ৩৫, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৬)৷ (ক) ফিটার: ৪০ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (গ) কার্পেন্টার: ১ (অসংরক্ষিত)৷ (ঘ) মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)৷ (ঙ) পেইন্টার: ১ (অসংরক্ষিত)৷ (চ) টার্নার: ১ (অসংরক্ষিত)৷ (ছ) ট্রিমার: ১ (অসংরক্ষিত)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
(১৪) ইলেকট্রিক লোকো শেড / টাটা: মোট শূন্যপদ ৭২ (জেনাঃ ৩৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৬, ওবিসি ১৯)৷ (ক) ফিটার: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ (গ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (ঘ) মেশিনিস্ট: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
(১৫) ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ / সিনি: মোট শূন্যপদ ১০০ (জেনাঃ ৫১, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৫)৷ (ক) ফিটার: ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮)৷ (খ) টার্নার: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (গ) ইলেকট্রিশিয়ান: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (ঘ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮)৷ (ঙ) মেশিনিস্ট: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (চ) এমএমটিএম (মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স): ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ছ) ফ্রোজার অ্যান্ড হিট ট্রিটার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷
(১৬) ট্র্যাক মেশিন ওয়ার্কশপ / সিনি: মোট শূন্যপদ ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (ক) ফিটার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(১৭) এসএসই (ওয়ার্কস) / ইএনজিজি / চক্রধরপুর: মোট শূন্যপদ ২৬ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮)৷ (ক) কার্পেন্টার: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (খ) পেইন্টার: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(১৮) ইলেকট্রিক লোকো শেড / বন্ডামুন্ডা: মোট শূন্যপদ ৫০ (জেনাঃ ২৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪)৷ (ক) ফিটার: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (গ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (ঘ) মেশিনিস্ট: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(১৯) ডিজেল লোকো শেড / বন্ডামুন্ডা: মোট শূন্যপদ ৫২ (জেনাঃ ২৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩)৷ (ক) ফিটার: ৩২ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ১৬ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (গ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ১ (অসংরক্ষিত)৷ (ঘ) মেকানিক (ডিজেল): ১ (অসংরক্ষিত)৷ (ঙ) পেইন্টার (জি) : ১ (অসংরক্ষিত)৷ (চ) কার্পেন্টার: ১ (অসংরক্ষিত)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
(২০) সিনিয়র ডিইই (জি) / আদ্রা: মোট শূন্যপদ ৩০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৮)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (খ) মেকানিক (ডিজেল): ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (গ) ওয়্যারম্যান: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঘ) উইন্ডার (আর্মেচার): ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঙ) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (চ) লাইনম্যান: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২১) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো / আদ্রা: মোট শূন্যপদ ৬৫ (জেনাঃ ৩৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮)৷ (ক) ফিটার: ৪০ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (গ) পেইন্টার: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (ঘ) কার্পেন্টার: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (ঘ) মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
(২২) ডিজেল লোকো শেড / বিকেএসসি: মোট শূন্যপদ ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯)৷ (ক) ফিটার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (গ) ওয়েল্ডার (জি আন্ড ই): ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ৩)৷ (ঘ) মেকানিক (ডিজেল): ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২৩) টিআরডি ডিপো / ইলেকট্রিক্যাল / আদ্রা: মোট শূন্যপদ ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৮)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (খ) ফিটার: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২৪) ইলেকট্রিক লোকো শেড / বিকেএসসি: মোট শূন্যপদ ৩১ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৯)৷ (ক) ফিটার: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (খ) ইলেকট্রিশিয়ান: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (গ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ (ঘ) মেশিনিস্ট: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২৫) ইলেকট্রিক লোকো শেড / আরওইউ: মোট শূন্যপদ ২৫ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, ওবিসি ৭)৷ (ক) ফিটার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (খ) টার্নার: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (গ) ইলেকট্রিশিয়ান: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (ঘ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঙ) এমএমটিএম: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (চ) পেইন্টার (জি): ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২৬) এসএসই (ওয়ার্কস) / ইএনজিজি / আদ্রা: মোট শূন্যপদ ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ (ক) কার্পেন্টার: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (খ) পেইন্টার: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২৭) ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো / রাঁচি: মোট শূন্যপদ ৩০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৮)৷ (ক) ফিটার: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২৮) সিনিয়র ডিইই (জি) / রাঁচি: মোট শূন্যপদ ৩০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৯)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (খ) মেকানিক (ডিজেল): ১ (অসংরক্ষিত)৷ (গ) ওয়্যারম্যান: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (ঘ) উইন্ডার (আর্মেচার): ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (ঙ) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (চ) লাইনম্যান: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ মোট শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২৯) টিআরডি ডিপো / ইলেকট্রিক্যাল / রাঁচি: মোট শূন্যপদ ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ২)৷ (ক) ইলেকট্রিশিয়ান: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (খ) ফিটার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷
(৩০) এসএসই (ওয়ার্কস) / ইএনজিজি / রাঁচি: মোট শূন্যপদ ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ২)৷ (ক) কার্পেন্টার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (খ) পেইন্টার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷
স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.rrcser.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থী নিজের পছন্দ অনুযায়ী ট্রেনিং প্রতিষ্ঠান নির্বাচিত করতে পারবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ছবি ও সই জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে এবং আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.rrcser.co.in
Official Notification: Click Here