Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

18 IN DURGAPUR PROJECTS LIMITED / দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডে ১৮ নিয়োগ

Employment Notification No. : DPL/Recruitment/2021/04

The Durgapur Projects Limited (DPL), a Government of West Bengal Enterprise, is inviting applications for recruitment to the post of Assistant Mine Manager, Overman, Mine Surveyor for its Coal Mines Division on contractual basis.

Post: Assistant Mine Manager, Overman, Mine Surveyor

Total Vacancy: 18

Assistant Mine Manager- 8

Overman- 8

Mine Surveyor- 2

Eligibility:

Assistant Mine Manager-  Degree or Diploma in Mining Engineering, Manager’s Second Class Certificate of Competency to manage a Coal Mine issued by The Board of Mining Examination {DGMS} with at least 5 years experience in Coal Mine (Preferably in open cast Mine) etc.

Overman- The Candidate should possess an Overman’s Certificate of Competency (Coal) Issued by DGMS along with 5 years experience in any Coal Mine (Preferably in open cast Mine), Gas Testing Certificate awarded by DGMS etc.

Mine Surveyor- The candidate should possess an Surveyor’s Certificate of Competency (Coal) Issued by DGMS along with 5 years experience in any Coal Mine (Preferably in open cast Mine), Gas Testing Certificate awarded by DGMS.

Age limit: below 45 years as on 16th November, 2021

Consolidated Remuneration Per Month:

Assistant Mine Manager- Rs.60,000

Overman- Rs.42,000

Mine Surveyor- Rs.30,000

Last date of receipt of application: 16th November, 2021 by 05.00 P.M.

………………………………….

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দ্য দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজার, ওভারম্যান, মাইন সার্ভেয়র পদে চুক্তির ভিত্তিতে ১৮ জন নিয়োগ করা হবে৷ প্রাথামিকভাবে ১ বছরের চুক্তি করা হবে, পরে দক্ষতার ভিত্তিতে ৩ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে৷ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৬ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজার : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি / ডিপ্লোমা ও ডিজিএমএস অনুমোদিত সেকেন্ড ক্লাস ম্যানেজারস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি (কোল) থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা, ফার্স্ট এইড সার্টিফিকেট, শারীরিক ও মানসিক সুস্থতার সার্টিফিকেট ও ক্যারেকটার সার্টিফিকেট আবশ্যক৷ শূন্যপদ : ৮[জেনাঃ (ইসি) ১, জেনাঃ (শারীরিকভাবে প্রতিবন্ধী) ১, তঃজাঃ ২, তঃজাঃ (ইসি) ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ]৷ এককালীন বেতন : ৬০,০০০ টাকা৷

(২) ওভারম্যান : ডিজিএমএস অনুমোদিত ওভারম্যানস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি (কোল) থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা, গ্যাস টেস্টিং সার্টিফিকেট, ফার্স্ট এইড সার্টিফিকেট, শারীরিক ও মানসিক সুস্থতার সার্টিফিকেট ও ক্যারেকটার সার্টিফিকেট আবশ্যক৷  শূন্যপদ : ৮[জেনাঃ (ইসি) ২, জেনাঃ (শারীরিকভাবে প্রতিবন্ধী) ১, তঃজাঃ ১, তঃজাঃ (ইসি) ১, তঃজাঃ (প্রাক্তন সমরকর্মী) ১,  তঃউঃজাঃ ১, ওবিসি-এ ]৷ এককালীন বেতন : ৪২,০০০ টাকা৷

(৩) মাইন সার্ভেয়র : ডিজিএমএস অনুমোদিত সার্ভেয়র সার্টিফিকেট অফ কম্পিটেন্সি (কোল) থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা, গ্যাস টেস্টিং সার্টিফিকেট, ফার্স্ট এইড সার্টিফিকেট, শারীরিক ও মানসিক সুস্থতার সার্টিফিকেট ও ক্যারেকটার সার্টিফিকেট আবশ্যক৷ শূন্যপদ : ২[জেনাঃ (ইসি) ১, তঃজাঃ ]৷ এককালীন বেতন : ৩০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে সাদা ফুলস্কেপ কাগজের একদিকে www.dpl.net.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ১টি পাসপোর্ট ছবি সেঁটে  দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে যাবতীয় আনুষঙ্গিক নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি ও অতিরিক্ত ২টি পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে তার উপর পদের নাম লিখে পাঠাতে হবে এই ঠিকানায় – To The General Manager (HR&A), DPL  Administrative Building, Dr. B. C. Roy Avenue, Durgapur – 713201, Dist. Paschim Bardhaman৷

প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.dpl.net.in

Official Notification: http://thedpl.in/industry/Mines-Advt.pdf

Share it :