Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

18 JRF & RESEARCH ASSOCIATES IN ISRO ইসরোতে ১৮ রিসার্চ ফেলো ও অ্যাসোসিয়েট

ISRO invites online application for the post of JRF AND RA.

Post: Junior Research Fellow, Research Associate.

Total vacancy: 18

Eligibility: Post  wise different.

Age limit: Post  wise different.

Pay scale:  Post  wise different.

Last date of online application: 1 October, 2021.

……………………………………………..

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সহযোগী সংস্থা ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার জুনিয়র রিসার্চ ফেলো ও রিসার্চ অ্যাসোসিয়েট পদে ১৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ অক্টোবর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF01: কমপক্ষে ৬৫% নম্বর সহ ফিজিক্স / ইঞ্জিনিয়ারিংফিজিক্স / অপটিক্স / অ্যাপ্লায়েড অপটিক্সে এম.এসসি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(২) জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF02: কমপক্ষে ৬৫% নম্বর সহ ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / সলিড স্টেট ফিজিক্সে এম.এসসি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(৩) জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF03: কমপক্ষে ৬৫% নম্বর সহ ফিজিক্স / মেটিরিয়াল সায়েন্সে/ অ্যাপ্লায়েড ফিজিক্সে এম.এসসি বা মেটিরিয়াল সায়েন্সে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(৪)জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF04: কমপক্ষে ৬৫% নম্বর সহ ফিজিক্স / অ্যাস্ট্রোফিজিক্স / প্ল্যানেটরি সায়েন্সে এম.এসসি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(৫) জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF05: কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্টরনিক্সে (ডিজিটাল ডিজাইন ও ভিএইচডিএল সহ) এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(৬) জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF06: কমপক্ষে ৬৫% নম্বর সহ কেমিস্ট্রিতে এম.এসসি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(৭) জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF07: কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / মেশিন লার্নিং / ডাটা অ্যানালিটিক্সে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(৮) জুনিয়র রিসার্চ ফেলো, পজিশন কোডJRF08: কমপক্ষে ৬০% নম্বর সহ অপ্ঢো-ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশনে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নেট বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(৯) রিসার্চ অ্যাসোসিয়েট, পজিশন কোডRA01: ফিজিক্স / অপটিক্স / অ্যাপ্লায়েড অপটিক্স / অপ্ঢো-ইলেক্ট্রনিক্সে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ অ্যাপ্লায়েড অপটিক্স / অপটিক্স / অপ্টিক্যাল ইঞ্জিনিয়ারিং/ লেজার অ্যান্ড ইলেক্ট্রো-অপ্টিক্যাল / ফোটোনিক্স এ এম.ই / এম.টেক পাশের পর রিসার্চ, টিচিং ও ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে ৩ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৭,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

(১০) রিসার্চ অ্যাসোসিয়েট, পজিশন কোডRA02: ফিজিক্স / সলিড স্লেট ফিজিক্সে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ সলিড স্টেট ফিজিক্সে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৭,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেhttp://www.isro.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: http://www.isro.gov.in

 

Share it :