Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

18 MARKETING OFFICERS IN RCFL / কেন্দ্রীয় সংস্থায় ১৮ মার্কেটিং অফিসার

Advt. No. 01062022

Rashtriya Chemicals and Fertilizers Limited invites online  applications from eligible candidates for the following post.

Post: Officer (Marketing) Grade E1.

Total vacancy: 18 (UR: 8, SC: 3, ST: 1, OBC-NCL: 5, EWS: 1)

Eligibility:  Regular and full time UGC/AICTE recognized Science/ Engineering / Agriculture graduate of minimum 3 / 4 years’ duration and 2 years Regular and full time UGC/AICTE recognized Post graduation degree in one of the following: -MBA (Marketing as specialization or Major) /MMS (Marketing as specialization or Major)/ MBA (Agri. Business Management).

OR

Regular and full time UGC recognized Agriculture Graduate degree of minimum 4 years’ duration and Regular and full time UGC recognized Post graduation degree M.Sc. Agri. of 2 years ‘s duration in Agriculture / Agronomy / Agriculture Chemistry & Soil Science only will be considered.

The candidates should have secured minimum 60% in Final year of Post graduation degree. (55% for SC/ST category candidates).

Experience: Minimum 2 years’ Sales and Marketing experience as on 01.04.2022 preferably in agro related industry after Post Graduation qualification. The period of training will not be counted in the requisite experience period.

Age:  maximum 34 years (as on 01/04/2022).

Salary:  40,000/- to 1,40,000/- and other allowances.

Last Date of Online Application :  12th August, 2022 up to 5 pm.

………………………………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ‘অফিসার (মার্কেটিং), গ্রেড ১’ পদে ১৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ আগস্ট, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ৩ / ৪ বছর সময়সীমার ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার গ্র্যাজুয়েট হতে হবে ও ২ বছর সময়সীমার এমবিএ (মার্কেটিং) / এমএমএস (মার্কেটিং) / এমবিএ (এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট ) পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ৪ বছর সময়সীমার এগ্রিকালচার গ্র্যাজুয়েট হতে হবে ও এগ্রিকালচার / অ্যাগ্রোনমি / এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে২ বছর সময়সীমার এম.এসসি পাশ হতে হবে৷ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷

বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷

শূন্যপদ : ১৮ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

এই পদের পোস্ট কোড E1 MKTG / 062022৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.rcfltd.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও কালো কালিতে করা সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (ব্যাঙ্ক চার্জ) অনলাইনে ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা কর্মীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.rcfltd.com/

Get details: Click Here

Share it :