Advt. No. CMOH(SPG)/DH&FWS/5445
District Health & Family Welfare Samity, South 24 Parganas invites online applications from eligible candidates for the following posts.
Post: Senior Medical Officer, Medical Officer, Senior Treatment Supervisor, Laboratory Technician, Co-Ordinator, Kala-Azar Technical Supervisor, Peer support, Hospital Attendant, Sanitary Attendant.
Total vacancy: 18.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 25th June, 2022 till 5 pm.
………………………….
দক্ষিণ ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তরে জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন প্রকল্পের অধীন স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট, হসপিটাল অ্যাটেন্ড্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, পিয়ার সাপোর্ট, কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার, কো-অর্ডিনেটর, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, সিনিয়র মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার পদে ১৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ জুন, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট (এনপিএইচসিই): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷
(২) হসপিটাল অ্যাটেন্ড্যান্ট (এনপিএইচসিই): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭,৫০০ টাকা৷
(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান (এনটিইপি): ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(৪) পিয়ার সাপোর্ট (এনভিএইচসিপি): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বাংলা ও ইংরেজি ভাষা ভালো জানতে হবে৷ হেপাটাইটিস বি বা সি রোগে আক্রান্ত / সেরে ওঠা প্রার্থীরা বাঞ্ছনীয়৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷
(৫) কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার: বায়োলজি বিষয় সহ বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ দু’চাকার যান চালানোর লাইসেন্স থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই দক্ষিণ ২৪ পরগনার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ৫০ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,৭২০ টাকা৷
(৬) কো-অর্ডিনেটর (ফিন্যান্স অ্যান্ড লজিস্টিক্স): ইন্টার সিএ / ইন্টার আইসিডব্লুএ / এম.কম বা এমবিএ (ফিন্যান্স / মেটিরিয়াল ম্যানেজমেন্ট) পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩২,০০০ টাকা৷
(৭) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স পাশ করে থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের কোর্স পাশ, সোশ্যাল ওয়ার্ক / মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ, মাল্টি পারপাস হেলথ ওয়ার্কারের বেসিক ট্রেনিং কোর্স করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি বি)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷
(৮) সিনিয়র মেডিক্যাল অফিসার (নোডাল ডিআর টিবি সেন্টার – এনটিইপি): এমবিবিএস পাশ হতে হবে৷ আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ এনটিইপি’তে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ মেডিসিন, ইন্টারনাল মেডিসিন / কমিউনিটি মেডিসিনে এমডি পাশ বা টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ / পাবলিক হেলথে ডিপ্লোমা পাশ বা পাবলিক হেলথে মাস্টার ডিগ্রি পাশ করা হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ২২ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
(৯) মেডিক্যাল অফিসার (এমও ডিটিসি – এনটিইপি): এমবিবিএস পাশ হতে হবে৷ আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ / পাবলিক হেলথে ডিপ্লোমা পাশ বা পাবলিক হেলথে মাস্টার ডিগ্রি পাশ করা হলে ও বেসিক কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ২২ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
(১০) মেডিক্যাল অফিসার (ইউএলবি, এনইউএইচএম): এমবিবিএস পাশ সঙ্গে ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই (২০ থেকে ৫০ কেবি) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘District Health & Family Welfare Samity South 24 Parganas (payable at Service Branch, Kolkata)’ – এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি ও ড্রাফট একটি মুখবন্ধ করা খামে ভরে ৩০ জুন, ২০২২ এর মধ্যে স্পিড / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – To The Secretary, DH & FW Samity and CMOH, South 24 Parganas, Administrative Building (2nd Floor), M. R. Bangur Hospital Complex, 241, Deshpran Sashmal Road, Tollygunge, Kolkata – 700033, WB৷
Official website: https://s24pgs.gov.in/category/lists/recruitment_and_results
Get details: Click Here