Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

18 STAFF NURSES IN PASCHIM MEDINIPUR / পশ্চিম মেদিনীপুরে ১৮ স্টাফ নার্স

Memo No. DH&FWS/2022/153

Paschim Medinipur District Health & Family Welfare Samiti invites applications for recruitment to the following post on contractual basis.

Post:   Staff Nurse (NUHM)

Total Vacancy: 18

Eligibility: GNM/ B.Sc. Nursing from institute recognized by the Indian Nursing Council. Candidate should have proficiency of local language. Must be registered under West Bengal Nursing Council. 

Age limit: 21 to 40 years

Monthly Remuneration: Rs. 25,000

Application Fee: Rs. 100 (Rs. 50 for reserved category candidates)

Last Date of Online Application: 4th February, 2022 up to 5pm.

………………………………………………………………………………………

পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ন্যাশনাল আরবান হেলথ মিশনে স্টাফ নার্স পদে ১৮ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স  পাশ হতে হবে ও প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে নথিভুক্ত হতে হবে ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ১৮৷ ঘাটাল ইউপিএইচসি-১, গম্ভীরনগর- জেনাঃ ১, তঃজাঃ ১৷ মেদিনীপুর ইউপিএইচসি-১, কুইকোটা- জেনাঃ ১, তঃজাঃ ১৷ মেদিনীপুর ইউপিএইচসি-২, শরৎপল্লী- জেনাঃ ১, তঃজাঃ ১৷ মেদিনীপুর ইউপিএইচসি-৩, বড়বল্লভপুর- জেনাঃ ১, তঃজাঃ ১৷ খড়গপুর ইউপিএইচসি-১, ইন্দা- তঃজাঃ ১৷ খড়গপুর ইউপিএইচসি-২, রাজাগ্রাম- জেনাঃ ১, তঃজাঃ ১৷ খড়গপুর ইউপিএইচসি-৩, মালঞ্চ- জেনাঃ ১, তঃজাঃ ১৷ খড়গপুর ইউপিএইচসি-৪, আয়মা- জেনাঃ ১, তঃজাঃ ১৷ খড়গপুর ইউপিএইচসি-৫, তালবাগিচা- জেনাঃ ১, তঃজাঃ ১৷ খড়গপুর ইউপিএইচসি-৬, গিরিময়দান- তঃজাঃ ১৷ বেতন : প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেDistrict Health & Family Welfare Samiti, Paschim Medinipur, A/C No. 0788010159603 IFSC Code – PUNB0078820 Bank – PNB, Branch Sepai Bazar (Paschim Medinipur)-এ জমা করতে হবে৷ নির্দেশ আনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নথিপত্র যাচাই / ইন্টারভিউ / কম্পিউটার টেস্ট-এর ভিত্তিতে৷  অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.wbhealth.gov.in

Official Notification: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/1535.pdf

Share it :