Advt. No. 03/2021
National Fertilizers Limited (NFL) is inviting applications for the post of Junior Engineering Assistant, Loco Attendant Gr II, Loco Attendant Gr III, Attendant Gr I & Marketing Representative.
Post: Junior Engineering Assistant Grade 2 (Production), Junior Engineering Assistant Grade 2 (Instrumentation), Junior Engineering Assistant Grade 2 (Electrical), Loco Attendant Gr II, Loco Attendant Gr III, Attendant Gr I, Marketing Representative.
Total Vacancy: 183
Junior Engineering Assistant Grade 2 (Production) – 87
Junior Engineering Assistant Grade 2 (Instrumentation) – 87
Junior Engineering Assistant Grade 2 (Electrical) – 87
Loco Attendant Gr II – 04
Loco Attendant Gr III – 19
Attendant Gr I – 36
Marketing Representative – 15
Eligibility: Matric + ITI / Diploma/ B.Sc.
Age limit: 18 to 30 years as on 30h September, 2021.
Pay scale:
Junior Engineering Assistant – Rs. 23000-56500
Loco Attendant Gr II – Rs. 21500-52000
Loco Attendant Gr III – Rs. 21500-52000
Attendant Gr I – Rs. 21500-52000
Marketing Representative – Rs. 24000-67000
Application fee: Rs. 200 plus Bank charges (SC/ST/PwBD/ExSM are exempted).
Last date of Online Application: 10th November, 2021.
…………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মিনিরত্ন সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের প্রোডাকশন, মেকা-নিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেনটেশন, ট্রান্সপোর্টেশন ও মার্কেটিং শাখায় নন-এক্সিকিউটিভ (ওয়ার্কার্স) লেভেল পদে ১৮৩ জন কর্মী নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ নভেম্বর, ২০২১ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (প্রোডাকশন): কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স বিষয় নিয়ে বিএসসি পাশ হতে হবে বা কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে৷ বেতনক্রম : ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা৷
(২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (ইনস্ট্রুমেনটেশন): কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ইনস্ট্রুমেনটেশন / ইনস্ট্রুমেনটেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন / ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেনটেশন অ্যান্ড কন্ট্রোল / ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেনটেশন / প্রসেস কন্ট্রোল ইনস্ট্রুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেনটেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল বিষয়ে ৩ বছরের রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে৷ বেতনক্রম : ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা৷
(৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেডII (ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে ৩ বছরের রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে৷ বেতনক্রম : ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা৷
(৪) অ্যাটেন্ড্যান্ট গ্রেড I (ইলেকট্রিক্যাল : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) মাধ্যমিক ও ইলেকট্রিশিয়ান ট্রেডে রেগুলার আইটিআই পাশ হতে হবে৷ বেতনক্রম : ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা৷
(৫) অ্যাটেন্ড্যান্ট গ্রেড I (মেকানিক্যাল)-ফিটার: কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) মাধ্যমিক ও ফিটার ট্রেডে রেগুলার আইটিআই পাশ হতে হবে৷ বেতনক্রম : ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা৷
(৬) লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড III : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) মাধ্যমিক ও মেকানিক ডিজেল ট্রেডে ফুল টাইম আইটিআই পাশ হতে হবে, সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ বেতনক্রম : ২১,৫০০ টাকা থেকে ৫২,০০০ টাকা৷
(৭) লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড II : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ ন্যূনতম দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে৷ বেতনক্রম : ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা৷
(৮) মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) এগ্রিকালচারাল বিষয়ে রেগুলার বিএসসি পাশ হতে হবে৷ বেতনক্রম : ২৪,০০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা৷
ইউনিট / ডিভিশন অনুযায়ী শূন্যপদ : (ক) পানিপথ ইউনিট : (১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (প্রোডাকশন) (পোস্ট কোড 01) : ৪০ (জেনাঃ ১৯, তঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (ইনস্ট্রুমেনটেশন) (পোস্ট কোড 02) : ৩ (অসংরক্ষিত)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (ইলেকট্রিক্যাল) (পোস্ট কোড 03) : ৫ (জেনাঃ ৪, ওবিসি-এনসিএল ১)৷ (৪) অ্যাটেন্ড্যান্ট গ্রেড I (ইলেকট্রিক্যাল) (পোস্ট কোড 04) : ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (৫) লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড III (পোস্ট কোড 05) : ৫ (জেনাঃ ৪, ওবিসি-এনসিএল ১)৷
(খ) ভাতিন্ডা ইউনিট : (১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (প্রোডাকশন) (পোস্ট কোড 01) : ২৬ (জেনাঃ ১২, তঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (ইনস্ট্রুমেনটেশন) (পোস্ট কোড 02) : ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ (৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (ইলেকট্রিক্যাল) (পোস্ট কোড 03) : ১ (অসংরক্ষিত)৷ (৪) লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড II (পোস্ট কোড 04) : ১ (অসংরক্ষিত)৷ (৫) লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড III (পোস্ট কোড 05) : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ১)৷ (৬) অ্যাটেন্ড্যান্ট গ্রেড I (মেকানিক্যাল)-ফিটার (পোস্ট কোড06) : ৩ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৭) অ্যাটেন্ড্যান্ট গ্রেডI (ইলেকট্রিক্যাল) (পোস্ট কোড 07) : ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(গ) ভিজয়পুর ইউনিট : (১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (প্রোডাকশন) (পোস্ট কোড 01) : ২১ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (ইনস্ট্রুমেনটেশন) (পোস্ট কোড 02) : ৬ (অসংরক্ষিত)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেডII (ইলেকট্রিক্যাল) (পোস্ট কোড 03) : ১ (অসংরক্ষিত)৷ (৪) লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড II (পোস্ট কোড 04) : ৩ (অসংরক্ষিত)৷ (৫) লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড III (পোস্ট কোড 05) : ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ (৬) অ্যাটেন্ড্যান্ট গ্রেড I (মেকানিক্যাল)-ফিটার (পোস্ট কোড 06) : ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ (৭) অ্যাটেন্ড্যান্ট গ্রেড I (ইলেকট্রিক্যাল) (পোস্ট কোড 07) : ৪ (অসংরক্ষিত)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(ঘ) মার্কেটিং ডিভিশন : মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (পোস্ট কোড 01) : ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.nationalfertilizers.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে এবং জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, প্রাক্তন সমরকর্মী সার্টিফিকেট, সরকার প্রদত্ত পরিচয় পত্র (২০০ কেবি সাইজের মধ্যে) পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে৷ জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ২০০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ প্রার্থীকে দুটি পরীক্ষা কেন্দ্র নির্বাচিত করতে হবে৷ পরীক্ষা কেন্দ্রগুলি হল – কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, রাঁচি, গুয়াহাটি, জম্মু/ কাশ্মীর, চন্ডীগড়, দিল্লি অ্যান্ড এনসিআর, ভোপাল, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, জয়পুর, আমেদাবাদ, বেঙ্গালুরু, কোচি, অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), গোয়ালিয়র, রায়পুর, লক্ষ্ণৌ৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পর তা সাবমিট করে তার এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : কম্পিউটার বেসড অনলাইন অবজেক্টিভ টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ প্রার্থীকে কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.nationalfertilizers.com/
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Notification-NFL-Non-Executive-Workers.pdf