Advt. No. 04/Kolkata City NUHM Society/2022-23
Kolkata City NUHM Society invites applications for the following post.
Post: Staff Nurse.
Total vacancy: 186.
Eligibility: GNM / B.Sc. Nursing passed.
Age: within 40 years (as on 01/01/2022).
Salary: 25,000/- per month.
Last Date for Submit Application : 26th September, 2022
…………………………………………..
কলকাতা পৌরসভায় ১৮৬ জন ‘স্টাফ নার্স’ নিয়োগ করা হবে৷ কলকাতা শহরের বিভিন্ন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে ২৬ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান / পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং বা জিএনএম পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১৮৬ (জেনাঃ ৮৫, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১৫, জেনাঃ দক্ষ খেলোয়াড় ১০, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১০, ওবিসি-এ ১৭, ওবিসি-বি ১২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.kmcgov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবিতে সই করে দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে৷ ছবির পেছনে নিজের ফোন নম্বর লিখে দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট, জিএনএম / বি.এসসি নার্সিংয়ের সকল মার্কশিট, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে যে কোনো কাজের দিন বিকেল ৪টের মধ্যে (ছুটির দিন ব্যতীত) এই ঠিকানায় জমা দিয়ে আসতে হবে – To The Chief Medical Officer / Secretary, Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation, CMO BLDG, 5, S. N. Banerjee Road, Kolkata – 700013৷ দরখাস্ত উক্ত ঠিকানার সেকেন্ড ফ্লোরে অবস্থিত ২৫৪ নং রুমের সামনে রাখা ড্রপ বক্সে ফেলে আসতে হবে৷ নথিপত্রসহ পূরণ করা দরখাস্ত স্ক্যান করে ই-মেলের মাধ্যমেও পাঠানো যেতে পারে৷ ই-মেল আইডি হল applicaton.kol.nuhm@gmail.com৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.kmcgov.in/KMCPortal/jsp/Recruitment2015.jsp
Get details: Click Here