Indian Military Academy, Dehradun is inviting applications for recruitment to the following posts.
Post: Cook Special, Cook IT, MT Driver (Ordinary Grade), Boot Maker/Repairer, LDC, Masalchi, Waiter, Fatigueman, MTS (Safaiwala), Groundsman, GC Orderly, MTS (Chowkidar), Groom, Barber, Equipment Repairer, Bicycle Repairer, MTS (Messenger), Laboratory Attendant.
Total vacancy: 188
Cook Special- 12
Cook IT- 3
MT Driver (Ordinary Grade)- 10
Boot Maker/Repairer- 1
LDC- 3
Masalchi- 2
Waiter- 11
Fatigueman- 21
MTS (Safaiwala)- 26
Groundsman – 46
GC Orderly- 33
MTS (Chowkidar)- 4
Groom- 7
Barber- 2
Equipment Repairer- 1
Bicycle Repairer- 3
MTS (Messenger)- 2
Laboratory Attendant- 1
Eligibility: Matriculation pass, Knowledge in relevant trades
Age limit: MT Driver (Ordinary Grade), Laboratory Attendant, GC Orderly- 18 years to 27 years; Other posts- 18 years to 25 years as on 3rd January, 2022.
Pay scale: Cook Special, Cook IT, MT Driver (Ordinary Grade), Boot Maker/Repairer- Rs. 19,900 – Rs. 63,200. Other posts- Rs. 18000 – Rs. 56,900.
Application Fee: Rs. 50 (SC/ST/OBC/PH/ESM/EWS candidates are exempted)
Last Date of Receipt of Application: 3rd January, 2022
………………………………..
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন কুক স্পেশাল, কুক আইটি, এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), বুট মেকার / রিপেয়ারার, এলডিসি, মসালচি, ওয়েটার, ফ্যাটিগম্যান, এমটিএস (সাফাইওয়ালা), গ্রাউন্ডসম্যান, জিসি আর্দার্লি, এমটিএস (চৌকিদার), গ্রুম, বার্বার, ইক্যুইপমেন্ট রিপেয়ারার, বাইসাইকেল রিপেয়ারার, এমটিএস (ম্যাসেঞ্জার) ও ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট পদে ১৮৮ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) কুক স্পেশাল : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ভারতীয় রান্না বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) কুক আইটি : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ভারতীয় রান্না বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৩) এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং ভারী যান চালানোর ২ বছরের অভিজ্ঞতা ও সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৪) বুট মেকার / রিপেয়ারার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৫) এলডিসি : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং কম্পিউটারে ইংরিজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৬) মসালচি : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৭) ওয়েটার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১১ (জেনাঃ ৬, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৮) ফ্যাটিগম্যান : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২১ (জেনাঃ ১০, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৯) এমটিএস (সাফাইওয়ালা) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হলে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৬ (জেনাঃ ১৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১০) গ্রাউন্ডসম্যান : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৬ (জেনাঃ ২৩, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১১) জিসি আর্দার্লি : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৬, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১২) এমটিএস (চৌকিদার) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হলে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১৩) গ্রুম : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১৪) বার্বার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১৫) ইক্যুইপমেন্ট রিপেয়ারার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১৬) বাইসাইকেল রিপেয়ারার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১৭) এমটিএস (ম্যাসেঞ্জার) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হলে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১৮) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট : বিজ্ঞান বিষয়-সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ বয়স : ৩ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
উল্লিখিত কিছু পদে শারীরিকভাবে প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য কিছু আসন সংরক্ষিত রয়েছে৷ উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
কুক স্পেশাল, কুক আইটি, এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), বুট মেকার / রিপেয়ারার, মসালচি, ওয়েটার, গ্রুম, জিসি আর্দার্লি, ইক্যুইপমেন্ট রিপেয়ারার, বার্বার, বাইসাইকেল রিপেয়ারার, এমটিএস (চৌকিদার) পদগুলি মহিলা প্রার্থীদের জন্য উপযোগী নয়৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে সাদা ফুলস্কেপ কাগজের একদিকে নিম্নে সংযুক্ত বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা ১টি পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ৪.৫ সেমি) সেঁটে দিতে হবে, বুড়ো আঙুলের ছাপ দিতে হবে ও সই করতে হবে৷ দরখাস্ত ফি ৫০ টাকা “The Comdt, Indian Military Academy, Dehradun”-এর অনুকূলে ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র ও প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে)-সহ আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ২টি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি, পোস্টাল অর্ডার রিসিপ্ঢ ও নিজের নাম-ঠিকানা লেখা দুটি ৯ ইঞ্চি× ৪ ইঞ্চি মাপের খাম (৫ টাকার স্ট্যাম্প-সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর ‘Application for the post of ……….” লিখে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় —To The Comdt, Indian Military Academy, Dehradun৷ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷
Official Notification (with Pro forma): https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/Notification-Indian-Military-Acadmy-Dehradun-Cook-MT-Driver-Other-Posts.pdf