Advt. No. RECTT/2/NSC/2024
National Seeds Corporation Limited invites online applications for the following posts.
Post: Dy. General Manager, Assitant Manager, Management Trainee, Sr. Trainee, Trainee.
Total vacancy: 188.
Eligibility: post-wise different.
Age limit: post-wise different.
Pay Scale: post-wise different
Application Fee: Rs. 500/-
Last Date of Online Application: 30th November, 2024
…………………………………………………..
ন্যাশনাল সিডস কর্পোরেশনে ১৮৮
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মিনিরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড ট্রেনি, সিনিয়র ট্রেনি, ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ১৮৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ নিম্নলিখিত যে কোনো একটি ট্রেডে আইটিআই পাশের পর ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে – ফিটার, ইলেকট্রিশিয়ান, অটো ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ডিজেল মেকানিক, ট্রাক্টর মেকানিক, মেশিনম্যান, ব্ল্যাকস্মিথ৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ৬০ শতাংশ নম্বর-সহ নিম্নলিখিত যে কোনো একটি ট্রেডে আইটিআই পাশের পর ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে – ফিটার, ডিজেল মেকানিক, ট্রাক্টর মেকানিক, মেশিনম্যান, ব্ল্যাকস্মিথ৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ বি.এসসি (এগ্রিকালচার) পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ বি.কম পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অফিস ম্যানেজমেন্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ সঙ্গে স্টেনোগ্রাফি জানা আবশ্যক অথবা ৬০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে স্টেনোগ্রাফির সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখা ও কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ হিন্দি ভাষা ও কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ হিন্দি টাইপিং জানা থাকলে ভালো হয়৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ বি.এসসি (এগ্রিকালচার) পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ এমবিএ (এইচআর) / এমএসডব্লু / এমএ (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) / এলএলবি পাশ বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / পার্সোনেল ম্যানেজমেন্ট / লেবার ওয়েলফেয়ার বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ অ্যাগ্রোনমি / সিড টেকনোলজি / প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিষয়ে স্পেশালাইজেশন নিয়ে এম.এসসি (অ্যাগ্রিকালচার) পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ২ বছরের এমবিএ (এইচআরএম) পাশ হতে হবে বা পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার ওয়েলফেয়ার / এইচআর ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ এমবিএ (এইচআর) / এমএসডব্লু / এমএ (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) / এলএলবি পাশ বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / পার্সোনেল ম্যানেজমেন্ট / লেবার ওয়েলফেয়ার বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ এমবিএ (এইচআর) / এমএসডব্লু / এমএ (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) / এলএলবি পাশ বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / পার্সোনেল ম্যানেজমেন্ট / লেবার ওয়েলফেয়ার বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক (পদ অনুযায়ী বিভিন্ন)৷
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.indiaseeds.com ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (জিএসটি ও প্রসেসিং ফি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ একজন প্রার্থী একটি মাত্র পদের জন্যই আবেদন করতে পারবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: http://www.indiaseeds.com/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।