Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

189 GRADUATE ENGINEER TRAINEES IN NALCO / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১৮৯ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি

Advertisement No. 10220801

Online applications are invited for recruitment to the following post in National Aluminium Company Limited (NALCO) through GATE-2022.

Post: Graduate Engineer Trainee

Total vacancy: 189

Eligibility: BE/BTech/M.Sc. in relevant disciplines

Age limit: 30 years as on 11/09/2022.

Last Date of Online Application: 11/09/2022 till 5:30pm

Application Fee: For General, OBC & EWS- Rs. 500, For others- Rs. 100.

……………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে ১৮৯ জন নিয়োগ করবে৷ প্রার্থীদের গেট-২০২২ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স হতে হবে ১১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর ও ওবিসি-এনসিএল হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে৷ সফলভাবে ১ বছরের ট্রেনিং শেষে ট্রেনিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে৷ তখন বেতনক্রম হবে প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকার মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ সেপ্টেম্বর, ২০২২ বিকেল সাড়ে ৫টা-র মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) মেকানিক্যাল: মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)৷ শূন্যপদ: ৫৮ (জেনাঃ ২৪, তঃজাঃ ৯, তঃ:উঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷

(২)  ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল / পাওয়ার ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)৷ শূন্যপদ: ৪১ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃ:উঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷

(৩)  ইনস্ট্রুমেন্টেশন: ইলেকট্রনিকস / ইনস্ট্রুমেন্টেশন / টেলিকম / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (ইন)৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, তঃ:উঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷

(৪)  মেটালার্জি: মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমটি)৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃ:উঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৫)  কেমিক্যাল: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচ)৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃ:উঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৬)  মাইনিং (এমএন): মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- মাইনিং ইঞ্জিনিয়ারিং (এমএন)৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃ:উঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৭) সিভিল (সিই): সিভিল / আর্কিটেকচার / সেরামিকস ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৮) কেমিস্ট্রি (সিওয়াই): কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে মোট ৬৫ শতাংশ নম্বরসহ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) এমএসসি বা এআইসি পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার- কেমিস্ট্রি (সিওয়াই)৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃ:উঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

উল্লিখিত প্রতিটি শাখায় ফাইনাল বর্ষে পাঠরত প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য৷  মোট ১৮৯টি শূন্যপদের মধ্যে ৮টি পদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nalcoindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট ছবি ও  সই স্ক্যান করে আপলোড করতে হবে৷  জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ৫০০ টাকা (অন্য প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা করতে হবে ১১ সেপ্টেম্বর, ২০২২ বিকেল সাড়ে ৪টে-র মধ্যে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট- ২০২২ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://nalcoindia.com

Official Notification: Click Here

Share it :