Geological Survey of India, Eastern Region, Kolkata is inviting applications for recruitment to the following posts.
Post: Ordinary Grade Driver
Total Vacancy: 19.
Eligibility: Class 10 pass, Driving License & Experience.
Age limit: 25 years as on 26th September, 2022.
Pay scale: Rs. 19,900 – Rs. 63,200
Last Date of Receipt of Application: 26.09.2022
……………………………….
কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীনস্থ জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইস্টার্ন রিজিয়ন, কলকাতা অর্ডিনারি গ্রেড ড্রাইভার পদে ১৯ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টা-র মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে হালকা ও ভারী যান চালানোর বৈধ লাইসেন্স, ৩ বছর ট্রাক, জিপ ও ট্রাক্টর চালানোর অভিজ্ঞতা এবং যানবাহন মেরামতির অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে৷ সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.gsi.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর “Application for the post of Ordinary Grade Driver” লিখে তা ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় The Additional Director General & HOD, Eastern Region, Geological Survey of India, Block- DK 6, Sector II, Salt Lake city, Kolkata- 700091৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.gsi.gov.in
Official Notification: Click Here