Online applications are invited for recruitment of the following posts in the North 24 Parganas District Judge Office.
Post: English Stenographer
Total vacancy: 19
Eligibility: Class XII
Age: 18-32
Pay Scale: Rs. 32,100 – Rs. 82,900
Application Fee: Rs. 1000
Last Date of Online Application: 02/03/2025
জেলা আদালতে ১৯ ইংলিশ স্টেনোগ্রাফার
উত্তর ২৪ পরগনা জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার পদে ১৯ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ মার্চ, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা:উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০টি ইংরেজি শব্দ লেখার গতি ও প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকতে হবে। ইংরেজি শর্টহ্যান্ড ও বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকা আবশ্যক। এছাড়াও অ্যাথেলেটিক্স, ওয়েটলিফটিং, ব্যাডমিন্টন, বাস্কেট বল, রেসলিং, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল, হকি, জিমন্যাস্টিকস, জুডো, সুইমিং, টেবিল টেনিস, রাইফেল শুটিং, কবাডি, ভলি বল, টেনিস, খো-খো খেলায় ন্যাশনাল স্কুল গেমস / স্পোর্টস, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী ক্রীড়াবিদরা আবেদনের যোগ্য।
বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১৯।
বেতনক্রম: প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://north24parganas.dcourts.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা (রাজ্যের তপশিলি সম্প্রদায় ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷
Official website: https://north24parganas.dcourts.gov.in/
Official notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৬/২/২০২৫)।