Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

19 GROUP ‘C’ IN INDIAN COAST GUARD / ইন্ডিয়ান কোস্ট গার্ডে ১৯ গ্রুপ ‘সি’

Headquarters, Coast Guard Region (NE) is inviting applications for recruitment to various Group C posts at Kolkata, Haldia, Paradip, Bhubaneswar units.

Post:  Civilian MT Driver (OG), Fork Lift Operator, MT Fitter/ MT (Mech), MTS (Chowkidar), Fireman, Engine Driver, Lascar.

Total Vacancy: 19

Civilian MT Driver (OG) – 8

Fork Lift Operator – 1

MT Fitter/MT (Mech) – 3

Fireman – 4

Engine Driver – 1

MTS (Chowkidar) – 1

Lascar – 1

Eligibility: 10th, ITI in relevant trades, Experience in relevant trades etc.

Age limit:

Civilian MT Driver (OG) – 18 to 27 years

Fork Lift Operator – 18 to 27 years

MT Fitter/MT (Mech) – 18 to 27 years

Fireman – 18 to 27 years

Engine Driver – 18 to 30 years

MTS (Chowkidar) – 18 to 27 years

Lascar – 18 to 30 years

Pay scale:

Civilian MT Driver (OG) : Rs. 19,900

Fork lift Operator : Rs. 19,900

MT Fitter/MT (Mech) : Rs. 19,900

Fireman : Rs. 19,900

MTS (Chowkidar) : Rs. 18,000

Engine Diver : Rs. 25,500

Lascar : Rs. 18,000

Last date of application: 29th November, 2021

………………….

হেড কোয়ার্টার্স, কোস্ট গার্ড রিজিওন (এনই)-এর কলকাতা, হলদিয়া, ভুবনেশ্বর ও পারাদ্বীপ ইউনিটে  সিভিলিয়ান এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), ফর্ক লিফট অপারেটর, এমটি ফিটার / এমটি (মেক), ফায়ারম্যান, ইঞ্জিন ড্রাইভার, এমটিএস (চৌকিদার), লস্কর পদে ১৯ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে ২৯ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) সিভিলিয়ান এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) : মাধ্যমিক  পাশ হতে হবে, সঙ্গে হালকা ও ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কমপক্ষে ২ বছর মোটর যান চালানোর অভিজ্ঞতা ও মোটর মেকানিজম বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা৷ নিয়োগ হবে হলদিয়া / কলকাতা /  ভুবনেশ্বর / পারাদ্বীপ ইউনিটে৷

(২) ফর্ক লিফট অপারেটর : সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট ও  কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও ভারী ডিউটি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ মাধ্যমিক পাশ ও ইংরিজিতে জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা৷ নিয়োগ হবে ভুবনেশ্বর ইউনিটে৷

(৩) এমটি ফিটার / এমটি (মেক) : মাধ্যমিক পাশ হতে হবে ও অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৷ এমটি ফিটার -২ (জেনাঃ ১, তঃজাঃ ১) / এমটি (মেক) – ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা৷ নিয়োগ হবে কলকাতা ইউনিটে৷

(৪) ফায়ারম্যান : মাধ্যমিক পাশ হতে হবে ও শারীরিকভাবে সক্ষম হতে হবে৷ শারীরিক মাপজোক – উচ্চতা ১৬৫ সেমি (তপশিলি সম্প্রদায় ও পার্বত্য অঞ্চলের প্রার্থীদের বেলায় ২.৫ সেমি ছাড়), বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি৷ ৯৬ সেকেন্ডে ৬৩.৫ কেজি ওজন নিয়ে ১৮৩ মিটার দূরত্ব অতিক্রম, ২.৭ মিটার লং জাম্প ও দড়ি ধরে ৩ মিটার উঠতে সক্ষম হতে হবে৷  বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা৷ নিয়োগ হবে কলকাতা ইউনিটে৷

(৫) ইঞ্জিন ড্রাইভার : সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা৷ নিয়োগ হবে হলদিয়া ইউনিটে৷

(৬) এমটিএস (চৌকিদার) : মাধ্যমিক পাশ বা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক৷ বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা৷ নিয়োগ হবে হলদিয়া ইউনিটে৷

(৭) লস্কর : মাধ্যমিক পাশ বা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক৷ বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা৷ নিয়োগ হবে হলদিয়া ইউনিটে৷

আবেদন করার পদ্ধতি, প্রার্থী বাছাই পদ্ধতি ও অন্যান্য তথ্যের জন্য দেখুন www.indiancoastguard.gov.in ওয়েবসাইট৷

Official Websitewww.indiancoastguard.gov.in

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/Coast-Guard-Group-C-Recruitment-2021.pdf

Share it :