Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1901 SR. TECHNICAL ASSITANTS & TECHNICIANS IN DRDO-CEPTAM / প্রতিরক্ষা মন্ত্রকে ১৯০১ টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট

Advt. No. CEPTAM-10/DRTC

Defence Research and Development Organization (DRDO) Centre for Personnel Talent Management (CEPTAM)  has invited applications for recruitment to the posts.

Post: Sr. Technical Assistant-B, Technician-A.

Total vacancy: 1901. Sr. Technical Assistant-B- 1075 (UR-474, SC-149, ST-61, OBC-259, EWS-132), Technician-A- 826 (UR-389, SC-99, ST-66, OBC193, EWS-79).

Eligibility: Sr. Technical Assistant-B- B.Sc./Diploma in Related Field, Technician-A-   10th Pass + ITI.

Salary: Sr. Technical Assistant-B-   Rs. 35400 – Rs. 112400, Technician-A-  Rs. 19900 – Rs. 63200.

Last date of Online Application: 23/09/2022 till 5pm.

……………………………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট (CEPTAM) টেকনিশিয়ান-এসিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি পদে ১৯০১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৩ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০টা থেকে ২৩ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) টেকনিশিয়ান-এ: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হতে হবে৷ মোট শূন্যপদ: ৮২৬৷ (১) অটোমোবাইল (পোস্ট কোড0201): ৫ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে আহমেদনগর, বেঙ্গালুরু, পুনে ও বিশাখাপত্তনমে৷ (২) বুক বাইন্ডার (পোস্ট কোড0202): ২০ (জেনা: ৭, ত:জা: ২, ত:উ:জা: ৩, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ নিয়োগ হবে দিল্লি, পুনে ও হায়দরাবাদে৷ (৩) কার্পেন্টার (পোস্ট কোড0203): ১২ (জেনা: ৪, ত:জা: ২, ত:উ:জা: ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, চণ্ডীগড়, দেহরাদুন, গোয়ালিয়র, হায়দরাবাদ, যোধপুর ও পুনে-তে৷ (৪) সিএনসি অপারেটর (পোস্ট কোড0204): ৯ (জেনা: ৪, ওবিসি ৫)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনে-তে৷ (৫) কোপা (পোস্ট কোড0205): ১৩৯ (জেনা: ৭৩, ত:জা: ১৬, ত:উ:জা: ৮,  ওবিসি ৩৩, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ নিয়োগ হবে আগ্রা, আহমেদনগর, অম্বরনাথ, বেঙ্গালুরু, দেহরাদুন, দিল্লি, হালদ্বানি, হায়দরাবাদ, জাগদালপুর, যোধপুর, কানপুর, কোচি, লেহ, মাইসোর, নাসিক, পুনে, তেজপুর ও বিশাখাপত্তনমে৷ (৬) ড্রাফটসম্যান (মেকানিক্যাল) (পোস্ট কোড0206): ৩৫ (জেনা: ১৫, ত:জা: ৪, ত:উ:জা: ৩, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ নিয়োগ হবে আগ্রা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জাগদালপুর, পুনে ও বিশাখাপত্তনমে৷ (৭) ডিটিপি অপারেটর (পোস্ট কোড0207): ৮ (জেনা: ৪, ত:জা: ১, ত:উ:জা: ১,  ওবিসি ২)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, দিল্লি, জাগদালপুরে৷ (৮) ইলেকট্রিশিয়ান (পোস্ট কোড0208): ১০৬ (জেনা: ৪৭, ত:জা: ১৭, ত:উ:জা: ১৩,  ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৮টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ২টি পদ  সংরক্ষিত৷ নিয়োগ হবে আগ্রা, বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, দিল্লি, গোয়ালিয়র, হালদ্বানি, হায়দরাবাদ, জাগদালপুর, কানপুর, কোচি, নাসিক, পুনে, তেজপুর ও বিশাখাপত্তনমে৷ (৯) ইলেকট্রনিক্স (পোস্ট কোড0209): ১১৩ (জেনা: ৬০, ত:জা: ১২, ত:উ:জা: ৭, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর ১২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৭টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ২টি পদ  সংরক্ষিত৷ নিয়োগ হবে আহমেদনগর, অম্বরনাথ, বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, দেহরাদুন, দিল্লি, হায়দরাবাদ, জাগদালপুর, যোধপুর, কোচি, লেহ, নাসিক, পুনে ও বিশাখাপত্তনমে৷ (১০) ফিটার (পোস্ট কোড0210): ১২৭ (জেনা: ৫১, ত:জা: ১৭, ত:উ:জা: ১০, ওবিসি ৩০, আর্থিকভাবে অনগ্রসর ১৯)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১৭টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ৪টি পদ  সংরক্ষিত৷ নিয়োগ হবে আহমেদনগর, বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, গোয়ালিয়র, হায়দরাবাদ, কোচি, নাসিক, পুণে ও বিশাখাপত্তনমে৷ (১১) গ্রিনডার (পোস্ট কোড0211): ৭ (জেনা: ৫, ওবিসি ২)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনে-তে৷ (১২) মেশিনিস্ট (পোস্ট কোড0211): ৮৯ (জেনা: ৪০, ত:জা: ১২, ত:উ:জা: ৫, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ২টি পদ  সংরক্ষিত৷ নিয়োগ হবে আহমেদনগর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, দিল্লি, হায়দরাবাদ, জাগদালপুর, কোচি, নাসিক, পুনে ও বিশাখাপত্তনমে৷ (১৩) মেকানিক (ডিজেল) (পোস্ট কোড0213): ৪ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে হলদওয়ানি, হায়দরাবাদ ও জাগদালপুরে৷ (১৪) মিল রাইট মেকানিক (পোস্ট কোড0214): ৮ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও জাগদালপুরে৷ (১৫) মোটর মেকানিক (পোস্ট কোড0215): ১৩ (জেনা: ৪, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ নিয়োগ হবে আগ্রা, আহমেদনগর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লিতে৷ (১৬) পেইন্টার (পোস্ট কোড0216): ৩ (জেনা: ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও যোধপুরে৷ (১৭) ফটোগ্রাফার (পোস্ট কোড0217): ১১ (জেনা: ৬, ত:জা: ৩, ওবিসি ২)৷ নিয়োগ হবে আগ্রা, আহমেদনগর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জাগদালপুর, কানপুর, লেহ ও পুনে-তে৷ (১৮) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (পোস্ট কোড0218): ৮ (জেনা: ৩, ত:জা: ১, ত:উ:জা:৩, ওবিসি ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷ নিয়োগ হবে বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, দিল্লি ও কানপুরে৷ (১৯) শিট মেটাল ওয়ার্কার (পোস্ট কোড0219): ১৪ (জেনা: ৩, ত:জা: ২, ত:উ:জা: ৩, ওবিসি ৬)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ ও পুনে-তে৷ (২০) টার্নার (পোস্ট কোড0220): ৪৫ (জেনা: ১৭, ত:জা: ৪, ত:উ:জা: ৬, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, দেহরাদুন, দিল্লি,হায়দরাবাদ, মাইসোর, নাসিক, পুনে ও বিশাখাপত্তনমে৷ (২১) ওয়েল্ডার (পোস্ট কোড0221): ৫০ (জেনা: ২৮, ত:জা: ৫, ত:উ:জা: ৪, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ নিয়োগ হবে বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, জাগদালপুর, কোচি ও পুনে-তে৷ মোট শূন্যপদের মধ্যে ৩৪টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা৷

(খ) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি: সংশ্লিষ্ট বিজ্ঞান বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / অ্যালায়েড সাবজেক্টে ডিপ্লোমা পাশ হতে হবে৷ মোট শূন্যপদ: ১০৭৫৷

(১) অ্যাগ্রিকালচার (পোস্ট কোড0101): অ্যাগ্রিকালচার / অ্যাগ্রিকালচারাল  সায়েন্স বিষয়ে বিএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০ (জেনা: ৬, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ২)৷ নিয়োগ হবে হালদ্বানি, লেহ, তেজপুরে৷

(২) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড0102): অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (অটোমোবাইল) বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনা: ৩, ত:জা: ৬, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ নিয়োগ হবে আহমেদনগর, বেঙ্গালুরু, চেন্নাই ও বিশাখাপত্তনমে৷

(৩) বটানি (পোস্ট কোড0103): বটানি বিষয়ে বিএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনা: ২, ত:জা: ১)৷ নিয়োগ হবে লেহ-তে৷

(৪) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড0104): কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ:  ৩৫ (জেনা: ১৯, ত:জা: ৩, ত:উ:জা: ৩, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ নিয়োগ হবে অম্বরনাথ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, হালদ্বানি, হায়দরাবাদ, জাগদালপুর,কোচি, নাসিক, পুনেতে৷

(৫) কেমিস্ট্রি (পোস্ট কোড0105): কেমিস্ট্রি বিষয়ে বিএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৮ (জেনা: ২৩, ত:জা: ১০, ত:উ:জা: ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ নিয়োগ হবে আগ্রা, অম্বরনাথ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, দিল্লি, দেহরাদুন, গোয়ালিয়র, হালদ্বানি, হায়দরাবাদ, জাগদালপুর, যোধপুর, কানপুর, কোচি, লেহ, নাসিক, পুনে, তেজপুর, বিশাখাপত্তনমে৷

(৬) সিভিল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড0106): সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৫ (জেনা: ৮, ত:জা: ৪, ত:উ:জা: ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ নিয়োগ হবে বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, দিল্লি, হায়দরাবাদ, জাগদালপুর, পুনে, বিশাখাপত্তনমে৷

(৭) কম্পিউটার সায়েন্স (পোস্ট কোড0107): কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি বা কম্পিউটার সায়েন্স / ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৬৭ (জেনা: ৭২, ত:জা: ২৫, ত:উ:জা: ৫, ওবিসি ৪১, আর্থিকভাবে অনগ্রসর ২৪)৷ নিয়োগ হবে আগ্রা, আহমেদনগর, বালাসোর, বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, দিল্লি, দেহরাদুন, হালদ্বানি, হায়দরাবাদ, জাগদালপুর, যোধপুর, কানপুর, কোচি, লেহ, মাইসোর, পুনে, তেজপুর, বিশাখাপত্তনমে৷

(৮) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড0108): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৭ (জেনা: ৬, ত:জা: ৫, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ নিয়োগ হবে অম্বরনাথ, চেন্নাই, চণ্ডীগড়, হায়দরাবাদ, কোচি, তেজপুরে৷

(৯) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড0109): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৮ (জেনা: ২৯, ত:জা: ১৩, ত:উ:জা: ৪, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ নিয়োগ হবে অম্বরনাথ, আগ্রা, আহমেদনগর, বালাসোর, বেঙ্গালুরু, দিল্লি, হালদ্বানি,  হায়দরাবাদ, পুনে, বিশাখাপত্তনমে৷

(১০) ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন (পোস্ট কোড0110): ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩১ (জেনা: ১৩, ত:জা: ২, ত:উ:জা: ২, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, দেহরাদুন, হালদ্বানি, হায়দরাবাদ, কোচি, লেহ, পুনে, বিশাখাপত্তনমে৷

(১১) ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড0111): ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি পাশ বা ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ:  ১৯২ (জেনা: ৮৩, ত:জা: ২০, ত:উ:জা: ১৪, ওবিসি ৫২, আর্থিকভাবে অনগ্রসর ২৩)৷ নিয়োগ হবে অম্বরনাথ, আহমেদনগর, বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হালদ্বানি, হায়দরাবাদ, যোধপুর, কোচি, পুনে, বিশাখাপত্তনমে৷

(১২) ইনস্ট্রুমেন্টেশন (পোস্ট কোড0112): ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে বিএসসি পাশ বা ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৭ (জেনা: ৮, ত:জা: ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ নিয়োগ হবে বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, দেহরাদুন, হায়দরাবাদ, জাগদালপুর, নাসিক, পুনেতে৷

(১৩) লাইব্রেরি সায়েন্স (পোস্ট কোড0113): সায়েন্সে ডিগ্রি পাশ ও লাইব্রেরি সায়েন্স বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৩ (জেনা: ১১, ত:জা: ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ নিয়োগ হবে বালাসোর, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, জাগদালপুর, কানপুর, কোচি, পুনে, তেজপুর, বিশাখাপত্তনমে৷

(১৪) ম্যাথেমেটিক্স (পোস্ট কোড0114): ম্যাথেমেটিক্স বিষয়ে বিএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ:  ১৩ (জেনা: ৭, ত:উ:জা: ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ নিয়োগ হবে চণ্ডীগড়, দিল্লি, যোধপুর, পুনেতে৷

(১৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড0115): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৯৪ (জেনা: ১৩৫, ত:জা: ৪০, ত:উ:জা: ২১, ওবিসি ৬০, আর্থিকভাবে অনগ্রসর ৩৮)৷ নিয়োগ হবে অম্বরনাথ, আগ্রা, আহমেদনগর, বালাসোর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, দেহরাদুন, হালদ্বানি, হায়দরাবাদ, জাগদালপুর, যোধপুর, কোচি, লেহ, পুনে, তেজপুর, বিশাখাপত্তনমে৷

(১৬) মেটালার্জি (পোস্ট কোড0116): মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২১ (জেনা: ৯, ত:জা: ৫, ত:উ:জা: ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনেতে৷

(১৭) মেডিক্যাল ল্যাব টেকনোলজি (পোস্ট কোড0117): মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে বিএসসি পাশ বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক ও মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে কমপক্ষে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ: ১৬ (জেনা: ৮, ত:জা: ১, ত:উ:জা: ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, চেন্নাই, দেহরাদুন, দিল্লি, হালদ্বানি,  জাগদালপুর, তেজপুর, তেজপুরে৷

(১৮) ফটোগ্রাফি (পোস্ট কোড0118): ফটোগ্রাফি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৮ (জেনা: ৬, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে অম্বরনাথ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, দিল্লি, হায়দরাবাদ, বিশাখাপত্তনমে৷

(১৯) ফিজিক্স (পোস্ট কোড0119): ফিজিক্স বিষয়ে বিএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩২ (জেনা: ১৫, ত:জা: ৩, ত:উ:জা: ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ নিয়োগ হবে অম্বরনাথ, বালাসোর, চণ্ডীগড়, দেহরাদুন, দিল্লি, হায়দরাবাদ, যোধপুর, কানপুর, কোচি, নাসিক, পুনেতে৷

(২০) প্রিন্টিং টেকনোলজি (পোস্ট কোড0120): প্রিন্টিং টেকনোলজি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনা: ৪, ওবিসি ১)৷ নিয়োগ হবে দিল্লিতে৷

(২১) সাইকোলজি (পোস্ট কোড0121): সাইকোলজি বিষয়ে বিএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১১ (জেনা: ৩, ত:জা: ৩, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে দিল্লিতে৷

(২২) টেক্সটাইল (পোস্ট কোড0122): টেক্সটাইল / টেক্সটাইল কেমিস্ট্রি বিষয়ে বিএসসি পাশ বা টেক্সটাইল কেমিস্ট্রি / টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং / টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনা: ১, ত:জা: ৩, ওবিসি ১)৷ নিয়োগ হবে আগ্রা, বেঙ্গালুরু, চণ্ডীগড় ও কানপুরে৷

(২৩) জুলজি (পোস্ট কোড0123): জুলজি বিষয়ে বিএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনা: ৩, ত:জা: ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ নিয়োগ হবে দিল্লি, গোয়ালিয়র, লেহ, তেজপুরে৷

মোট শূন্যপদের মধ্যে ৪৬টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.drdo.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, আবশ্যিক শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট (বয়সের প্রমাণপত্র), সাদা কাগজে করা সই, সচিত্র পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি পদে প্রার্থী বাছাই করা হবে টিয়ার-I (স্ক্রিনিং) ও টিয়ার-II (ফাইনাল সিলেকশন) পরীক্ষার মাধ্যমে৷ টেকনিশিয়ান-এ পদে প্রার্থী বাছাই করা হবে টিয়ার-I (সিবিটি) ও টিয়ার-II (ট্রেড টেস্ট) পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর নথিপত্র যাচাই করা হবে৷ কলকাতা ও শিলিগুড়ি-সহ ভারতের একাধিক শহরে টিয়ার-I  পরীক্ষা নেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitehttps://www.drdo.gov.in

Official Notification: Click Here

Share it :