LICHFL Apprenticeship Program-004- Advertisement Notification
LIC Housing Finance Ltd. invites online applications from eligible candidates for the following posts.
Post: Apprentice
Total Vacancy: 192
Eligibility: Graduation
Age limit: 20 to 25 year (as on 01/09/2025).
Stipend: Rs. 12000/-.
Application Fee: PWBD candidates – Rs.472/-+GST, SC/ST All Women candidates – Rs.708/-+GST, All Other Candidates – Rs. 944/-+GST.
Last Date of Online Application: 22nd September, 2025.
………………………………………………………………..
এলআইসি হাইজিং ফিন্যান্সে ১৯২ অ্যাপ্রেন্টিস
এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড ১৯২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷www.nats.education.gov.in ওয়েবসাইটে নাম নথিভুক্ত করা থাকতে হবে৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ১২,০০০ টাকা৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.nats.education.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ অনলাইনে দরখাস্ত ফি ৯৪৪ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও মহিলা প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ৭০৮ টাকা ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় দরখাস্ত ফি ৪৭২ টাকা (জিএসটি অতিরিক্ত)৷ দরখাস্তের ফি ২৪ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে জমা দিতে হবে৷
Official Website: https://www.lichousing.com/careers
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)।