NO: HCL/MCP/HR/Trade App. /2024
Hindustan Copper Limited invites applications for the following post.
Post: Trade Apprentice
Total Vacancy: 195
Eligibility: 10th with ITI/Non-ITI
Age limit: 18-25 years as on 20/08/2024
Last Date of Receipt of Application: 20/08/2024
হিন্দুস্তান কপারে ১৯৫ অ্যাপ্রেন্টিস
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড ইলেকট্রিশিয়ান, ব্লাস্টার (মাইনস), মেট (মাইনস), ফিটার, টার্নার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডিজেল মেকানিক, সার্ভেয়র, সোলার টেকনিশিয়ান, কার্পেন্টার, প্লাম্বার, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ম্যাসন, ড্রাফটসম্যান, এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক ট্রেডে ১৯৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ আগস্ট, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক, আইটিআই, নন-আইটিআই (ট্রেড অনুযায়ী বিভিন্ন)।
বয়স: হতে হবে ২০ আগস্ট, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১৯৫।
ট্রেনিং পিরিয়ড: ট্রেড অনুযায়ী বিভিন্ন।
স্টাইপেন্ড: নির্দিষ্ট নিয়মানুযায়ী স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করার পূর্বে www.aprrenticeship.gov.in ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে৷ এরপর অনলাইনে দরখাস্ত করতে হবে www.hindustancopper.com ওয়েবসাইটের মাধ্যমে৷
Official Website: www.hindustancopper.com
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৮/২০২৪)।