Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1968 APPRENTICES IN INDIAN OIL CORPORATION LTD. / ইন্ডিয়ান অয়েলে ১৯৬৮ অ্যাপ্রেন্টিস

Advertisement Nos.- Guwahati- GR/P/APP/2021-22; Barauni- BR/HR/APPR/2021-22; Gujarat- JR/01/2021; Haldia-HR/RECTT/01/2021(APP); Mathura- MR/HR/APP/2021; Panipat Refinery & Petrochemical Complex (PRPC)- PR/P/Apprentice/54 (2021-22); Digboi- DR/TA2021; Bongaigaon – BGR/Appr/2021/01; Paradip – PDR/HR/01/Apprentices-21

Indian Oil Corporation Limited is inviting applications for the recruitment to the posts of Trade Apprentice at its various Refinery units.

Post: Trade Apprentice, Technician Apprentice

Total Vacancy: 1968

  1. Trade Apprentice – Attendant Operator (Chemical Plant) Discipline – Chemical (Code: 101)

Guwahati – 29

Barauni – 104

Gujarat – 62

Haldia – 50

Mathura – 34

PRPC Panipat – 79

Digboi – 57

Bongaigaon – 53

Paradip – 20

  1. Trade Apprentice (Fitter) Discipline – Mechanical (Code: 102)

Guwahati – 11

Barauni – 11

Gujarat – 45

Haldia – 20

Mathura – 23

PRPC Panipat – 79

Bongaigaon – 12

Paradip – 4

  1. Trade Apprentice (Boiler) Discipline – Mechanical (Code: 103)

Guwahati – 21

Barauni – 18

Gujarat – 10

Haldia – 12

Mathura – 6

Digboi – 5

Bongaigaon – 8

  1. Technician Apprentice Discipline – Mechanical (Code: 104)

Guwahati – 16

Barauni – 11

Gujarat – 45

Haldia – 30

Mathura – 34

PRPC Panipat – 17

Digboi – 37

Bongaigaon – 37

Paradip – 9

  1. Technician Apprentice Discipline – Chemical (Code: 105)

Guwahati – 27

Barauni – 12

Gujarat – 62

Haldia – 70

Mathura – 40

PRPC Panipat – 75

Digboi – 5

Bongaigaon – 17

Paradip – 54

  1. Technician Apprentice Discipline – Electrical (Code: 106)

Guwahati – 14

Barauni – 12

Gujarat – 55

Haldia – 20

Mathura – 29

PRPC Panipat – 66

Digboi – 37

Bongaigaon – 22

Paradip – 30

  1. Technician Apprentice Discipline – Instrumentation (Code: 107)

Guwahati – 10

Barauni – 11

Gujarat – 29

Haldia – 10

Mathura – 12

PRPC Panipat – 11

Digboi – 16

Bongaigaon – 11

Paradip – 7

  1. Trade Apprentice Accountant (Code: 108)

Guwahati – 5

Barauni – 4

Gujarat – 3

Haldia – 3

Mathura – 3

PRPC Panipat – 4

Digboi – 3

Bongaigaon – 2

Paradip – 4

  1. Trade Apprentice Secretarial Assistant (Code: 109)

Guwahati – 7

Barauni – 4

Gujarat – 11

Haldia – 9

Mathura – 10

PRPC Panipat – 7

Digboi – 8

Bongaigaon – 10

Paradip – 3

  1. Trade Apprentice Data Entry Operator (Fresher Apprentices) (Code: 110)

Guwahati – 4

Barauni – 6

Gujarat – 8

Haldia – 7

Mathura – 5

PRPC Panipat – 9

Digboi – 4

Bongaigaon – 6

Paradip – 4

  1. Trade Apprentice Data Entry Operator (Skill Certificate Holders) (Code: 111)

Guwahati – 3

Barauni – 3

Gujarat – 8

Haldia – 4

Mathura – 5

PRPC Panipat – 8

Digboi – 4

Bongaigaon – 3

Paradip – 3

Eligibility:

Trade Apprentice – Attendant Operator – 3 years B.Sc. (Physics, Mathematics, Chemistry/ Industrial Chemistry)

Trade Apprentice (Fitter) – Matric with 2 (two) years ITI Fitter

Trade Apprentice (Boiler) – 3 years B.Sc. (Physics, Mathematics, Chemistry/ Industrial Chemistry)

Technician Apprentice – 3 years Diploma in relevant subjects.

Trade Apprentice Secretarial Assistant – B.A./B.Sc/B.Com

Trade Apprentice Accountant – B.Com

Trade Apprentice DEO (Fresher Candidates) – 12th class passed

Trade Apprentice DEO (Skill Certificate Holders) – Class XII pass with Skill Certificate holder in `Domestic Data Entry Operator

Age limit: Minimum 18 years and maximum age shall be 24 years as on 31-10-2021.

Training Period:

Trade Apprentice – Attendant Operator, Trade Apprentice (Fitter), Trade Apprentice- Accountant: 12 months

Trade Apprentice (Boiler): 24 months

Technician Apprentice: 12 months

Trade Apprentice Secretarial Assistant, Trade Apprentice Data Entry Operator: 15 months

Stipend: As per Govt. rules.

Last date of Online Application: 12th November, 2021 till 5 pm

………………………

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া-সহ নয়টি রিফাইনারি ইউনিটে ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ১৯৬৮ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ৩১ অক্টোবর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ সরকারি নিয়মানুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত জমা করতে হবে ১২ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ডিসিপ্লিন – কেমিক্যাল (কোড :101) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয় নিয়ে ৩ বছরের বিএসসি পাশ হতে হবে৷

রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ৫০ (জেনাঃ ২০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ গুয়াহাটি – ২৯ (জেনাঃ ১৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বারাউনি – ১০৪ (জেনাঃ ৪৬, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২৮, আর্থিকভাবে অনগ্রসর ১১)৷ গুজরাট – ৬২ (জেনাঃ ২৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৯, ওবিসি-এনসিএল ১৭, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ মথুরা – ৩৪ (জেনাঃ ১৪, তঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ পিআরপিসি পানিপথ – ৭৯ (জেনাঃ ৩৫, তঃজাঃ ১৫, ওবিসি-এনসিএল ২১, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷ ডিগবয় – ৫৭ (জেনাঃ ২৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ বনগাইগাঁও – ৫৩ (জেনাঃ ২৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ পারাদ্বীপ – ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ২)৷

ট্রেনিং পিরিয়ড : ১২ মাস৷

(২) ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) ডিসিপ্লিন – মেকানিক্যাল (কোড :102) : মাধ্যমিক পাশ, সঙ্গে ২ বছরের আইটিআই (ফিটার) পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর ২), এর মধ্যে  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুয়াহাটি – ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বারাউনি – ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুজরাট – ৪৫ (জেনাঃ ১৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ১২, আর্থিকভাবে অনগ্রসর ৫), এর মধ্যে  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মথুরা – ২৩ (জেনাঃ ১০, তঃজাঃ ৫, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২), এর মধ্যে  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পিআরপিসি পানিপথ – ৭৯ (জেনাঃ ৩৫, তঃজাঃ ১৫, ওবিসি-এনসিএল ২১, আর্থিকভাবে অনগ্রসর ৮), এর মধ্যে  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ বনগাইগাঁও – ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ পারাদ্বীপ – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১), এর মধ্যে  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷

ট্রেনিং পিরিয়ড : ১২ মাস৷

(৩) ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়লার) ডিসিপ্লিন – মেকানিক্যাল (কোড :103) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয় নিয়ে ৩ বছরের বিএসসি পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ গুয়াহাটি – ২১ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বারাউনি – ১৮ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ গুজরাট – ১০ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ মথুরা – ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ ডিগবয় – ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বনগাইগাঁও – ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

ট্রেনিং পিরিয়ড : ২৪ মাস৷

(৪) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – কেমিক্যাল (কোড :104) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ৭০ (জেনাঃ ২৮, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ গুয়াহাটি – ২৭ (জেনাঃ ১১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বারাউনি – ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ গুজরাট – ৬২ (জেনাঃ ২৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৯, ওবিসি-এনসিএল ১৭, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ মথুরা – ৪০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ পিআরপিসি পানিপথ – ৭৫ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১৪, ওবিসি-এনসিএল ২০, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ ডিগবয় – ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বনগাইগাঁও – ১৭ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ পারাদ্বীপ – ৫৪ (জেনাঃ ২১, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ১২, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷

ট্রেনিং পিরিয়ড : ১২ মাস৷

(৫) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – মেকানিক্যাল (কোড :105) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংবিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ৩০ (জেনাঃ ১৩, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ গুয়াহাটি – ১৬ (জেনাঃ ৭, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ২), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বারাউনি – ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুজরাট – ৪৫ (জেনাঃ ১৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ১২, আর্থিকভাবে অনগ্রসর ৫), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মথুরা – ৩৪ (জেনাঃ ১৪, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ পিআরপিসি পানিপথ – ১৭ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর ১) এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ ডিগবয় – ৩৭ (জেনাঃ ১৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বনগাইগাঁও – ৩৭ (জেনাঃ ১৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৫, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর ৪), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ পারাদ্বীপ – ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷

ট্রেনিং পিরিয়ড : ১২ মাস৷

(৬) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – ইলেকট্রিক্যাল (কোড :106) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ২), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুয়াহাটি – ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বারাউনি – ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুজরাট – ৫৫ (জেনাঃ ২৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৫), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ মথুরা – ২৯ (জেনাঃ ১২, তঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ পিআরপিসি পানিপথ – ৬৬ (জেনাঃ ২৯, তঃজাঃ ১৩, ওবিসি-এনসিএল ১৮, আর্থিকভাবে অনগ্রসর ৬) এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ ডিগবয় – ৩৭ (জেনাঃ ১৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বনগাইগাঁও – ২২ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ পারাদ্বীপ – ৩০ (জেনাঃ ১১, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷

ট্রেনিং পিরিয়ড : ১২ মাস৷

(৭) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন – ইনস্ট্রুমেন্টেশন (কোড :107) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুয়াহাটি – ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বারাউনি – ১১ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুজরাট – ২৯ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মথুরা – ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পিআরপিসি পানিপথ – ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১) এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ ডিগবয় – ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বনগাইগাঁও – ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পারাদ্বীপ – ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷  ট্রেনিং পিরিয়ড : ১২ মাস৷

(৮) ট্রেড অ্যাপ্রেন্টিস-সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (কোড :108) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ৩ বছরের বিএ / বিএসসি / বিকম পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ গুয়াহাটি – ৭ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বারাউনি – ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ গুজরাট – ১১ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মথুরা – ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পিআরপিসি পানিপথ – ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১) এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ ডিগবয় – ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বনগাইগাঁও – ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পারাদ্বীপ – ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷

ট্রেনিং পিরিয়ড : ১৫ মাস৷

(৯) ট্রেড অ্যাপ্রেন্টিস-অ্যাকাউন্ট্যান্ট (কোড :109) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) ৩ বছরের বিকম পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুয়াহাটি – ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বারাউনি – ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুজরাট – ৩ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ মথুরা – ৩ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পিআরপিসি পানিপথ – ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ ডিগবয় – ৪ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বনগাইগাঁও – ২ (অসংরক্ষিত)৷ পারাদ্বীপ – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷

ট্রেনিং পিরিয়ড : ১২ মাস৷

(১০) ট্রেড অ্যাপ্রেন্টিস-ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) (কোড :110) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ গুয়াহাটি – ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১)৷ বারাউনি – ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ গুজরাট – ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ মথুরা – ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ পিআরপিসি পানিপথ – ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ ডিগবয় – ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বনগাইগাঁও – ৬ (জেনাঃ ৪, ওবিসি-এনসিএল ২)৷ পারাদ্বীপ – ৪ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১)৷

ট্রেনিং পিরিয়ড : ১৫ মাস৷

(১১) ট্রেড অ্যাপ্রেন্টিস-ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার্স) (কোড :111) : কমপক্ষে ৫০% নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কমপক্ষে ৪৫%) উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ‘ডোমেস্টিক ডাটা এন্ট্রি’ বিষয়ে স্কিল সার্টিফিকেট থাকতে হবে৷ রিফাইনারি ইউনিট অনুযায়ী শূন্যপদ : হলদিয়া – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ গুয়াহাটি – ৩ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ১)৷ বারাউনি – ৩ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ১)৷ গুজরাট – ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ মথুরা – ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ পিআরপিসি পানিপথ – ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১), এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ ডিগবয় – ৪ (জেনাঃ ৩,ওবিসি-এনসিএল ১)৷ বনগাইগাঁও – ৩ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ১)৷ পারাদ্বীপ – ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷

ট্রেনিং পিরিয়ড : ১৫ মাস৷

উল্লিখিত সব পদের বেলায় সরকারি নিয়মানুসারে স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থী নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি রিফাইনারি ইউনিটে আবেদন করতে পারবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি ও সই (সাইজ ৫০ কেবির মধ্যে) জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নিদের্শানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের  এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষার কাট-অফ মার্কস ৪০% (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩৫%) হবে৷ হলদিয়া রিফাইনারি ইউনিটে আবেদনকারীদের পরীক্ষা হবে কলকাতায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.iocl.com

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Notification-IOCL-Trade-Technician-Apprentice-Posts.pdf

Apply Online: https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_oct21.aspx

Share it :